বাদামে থাকে ক্যালোরি এবং ফ্যাট। সেইসঙ্গে এতে থাকে আরও নানা রকম পুষ্টি উপাদান। ফসফরাস, পটাশিয়াম, কার্বোহাইড্রেট, ভিটামিন, প্রোটিন থাকে এই শুকনো ফলে। একেক বাদামে একেক ধরনের উপাদান বেশি থাকে। যেগুলো শরীরের যত্নের জন্য উপকারী। কাঠবাদাম, কাজু বাদাম, চিনা বাদাম, আখরোট, পেস্তা ইত্যাদির মধ্য থেকে যে কোনোটি রাখতে পারেন খাবারের তালিকায়।
ডায়াবেটিসে আক্রান্তদের জন্য উপকারী একটি খাবার হলো বাদাম। এই ফলে কার্বোহাইড্রেটের মাত্রা কম। যে কারণে ডায়াবেটিস রোগীদের মধ্যে যাদের লো কার্ব ডায়েট প্রয়োজন, তারা বাদামের খাদ্যগুণে আস্থা রাখতে পারেন। এসব গুণের পাশাপাশি এটি আমাদের মানসিক চাপ ও রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। আর এই দুই উপকারিতা ডায়াবেটিস রোগীর জন্য বেশ দরকারি। আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত থাকেন তবে নিয়মিত বাদাম খেতে পারেন।
প্রতিদিনের খাবারের তালিকায় তাই বাদম রাখতেই পারেন। তবে একসঙ্গে অনেকগুলো বাদাম খাওয়া থেকে বিরত থাকুন। বেশি বাদাম খেলে তা উপকারের বদলে ক্ষতির কারণ হতে পারে। প্রতিদিন সকালে কয়েকটি কাঠ বাদাম দিয়ে নাস্তা শুরু করতে পারেন। আবার দুপুরের খাবারের আগে বা সন্ধ্যার দিকে ক্ষুধা পেলে হালকা নাস্তা হিসেবে খেতে পারেন বাদাম। এটি ডায়াবেটিস দূরে রাখবে, হৃদযন্ত্র ভালো রাখবে, নিয়ন্ত্রণে রাখবে কোলেস্টেরল। তাই প্রতিদিনের খাবার তালিকায় বাদাম আপনি রাখতেই পারেন।