গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী বিজেপি নেতা ভূপেন্দ্র প্যাটেল

গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী বিজেপি নেতা ভূপেন্দ্র প্যাটেল
গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজেপির সিনিয়র নেতা ভূপেন্দ্র প্যাটেল।

রোববার (১২ সেপ্টেম্বর) বিজেপির কেন্দ্রীয় নেতাদের বৈঠকের পরই তাকে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এনডিটিভি এ খবর জানিয়েছে।

দলীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে,  প্রার্থী হিসেবে তিনি প্রাথমিক তালিকায় ছিলেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ'র পছন্দের কারণেই তিনি এ পদে দায়িত্ব পেয়েছেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) হঠাৎ করেই গুজরাটে মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন বিজয় রুপানি। আগামী ২০২২ সালের শেষ দিকে গুজরাটে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার প্রায় এক বছর আগেই পদত্যাগ করলেন রাজ্য মুখ্যমন্ত্রী। রাজ্যটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এলাকা এবং ক্ষমতাসীন বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

৫৯ বছর বয়সী ভূপেন্দ্র প্যাটেল ২০১৭ সালে গুজরাটের ঘাটলোদিয়া আসন থেকে প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হন। তিনি রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ও উত্তর প্রদেশের গভর্নর আনন্দীবেন প্যাটেলের ঘনিষ্ঠ বলে পরিচিত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া