করোনা টিকা না নেওয়ায় ফ্রান্সে চাকরি হারালেন ৩০০০ স্বাস্থ্যকর্মী

করোনা টিকা না নেওয়ায় ফ্রান্সে চাকরি হারালেন ৩০০০ স্বাস্থ্যকর্মী
করোনা টিকার একটিও ডোজ না নেওয়ায় ফ্রান্সে চাকরিচ্যুত হয়েছেন প্রায় ৩০০০ স্বাস্থ্যকর্মী। বৃহস্পতিবার এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বুধবার নতুন একটি আইন জারি করা হয়েছে ফ্রান্সে। সেই আইনে দেশটির সব স্বাস্থ্য, বৃদ্ধনিবাস ও ফায়ার সার্ভিস কর্মীদের করোনা টিকার ডোজ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন এই আইনের জেরেই চাকরি হারিয়েছেন এই স্বাস্থ্যকর্মীরা, যারা করোনা টিকার একটি ডোজও নেননি। অবশ্য ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ের ভিরান এক বিবৃতিতে বৃহস্পতিবার বলেছেন, যারা চাকরিচ্যুত হয়েছেন, তাদের অধিকাংশের ক্ষেত্রেই এটি সাময়িক একটি ব্যাপার হিসেবে বিবেচনা করা হবে। স্থায়ীভাবে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে- বিষয়টি এমন নয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চাকরি থেকে অব্যাহতি পাওয়া এই ব্যক্তিদের মধ্যে ডাক্তার, নার্স, হাসপাতালের কর্মচারী, স্বেচ্ছাসেবী- সব ধরনের স্বাস্থ্যকর্মী আছেন, তবে ডাক্তারের সংখ্যা তুলনামূলকভাবে বেশ কম।

গত ১২ জুলাই ফ্রান্সের স্বাস্থ্যকর্মীদের সতর্কবার্তা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছিলেন, যেসব স্বাস্থ্যকর্মী ১৫ সেপ্টেম্বরের মধ্যে করোনা টিকার অন্তত একটি ডোজ নিতে ব্যর্থ হবেন, তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।

এ সম্পর্কিত এক ভাষণে স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে ম্যাক্রোঁ বলেন, ‘আমি আপনাদের যা বলছি, তা সচেতনভাবেই বলছি; এবং আমি জানি, আপনারা আপনাদের দায়িত্ব পালনের খাতিরেই টিকার ডোজ নেবেন।’

প্রেসিডেন্টের ভাষণের পর টিকার জন্য নিবন্ধন করতে হিড়িক পড়ে যায় স্বাস্থ্যকর্মীদের মধ্যে। কিন্তু স্বাভাবিকভাবেই মাত্র এক মাসের মধ্যে দেশটির সব স্বাস্থ্যকর্মী করোনা টিকার ডোজ নিতে পারেননি।

যারা এই সময়সীমার মধ্যে টিকার ডোজ নিতে ব্যর্থ হয়েছেন তাদেরই চাকরি গেছে।

এদিকে এক ধাক্কায় এতসংখ্যক স্বাস্থ্যকর্মীর চাকরি যাওয়ায় বিপাকে পড়েছে ফ্রান্সের অনেক হাসপাতাল।

দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নিসে ৪৫০ জন স্বাস্থ্যকর্মী চাকরিচ্যুত হয়েছেন, বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন তারা। পাশের শহর মন্টিলিমারের একটি হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যাপ্ত সংখ্যক কর্মচারীর না থাকায় খুব জরুরি নয়- এমন অস্ত্রোপচার বন্ধ রেখেছেন তারা।

সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, ফ্রান্সের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯০ শতাংশই করোনা টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন।

সূত্র : বিবিসি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া