এক প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
হিন্দুস্থান টাইমস জানিয়েছে, শনিবার পাঞ্জাবের কংগ্রেস বিধায়কদের বৈঠকের আগেই অমরিন্দরকে পদত্যাগ করতে নির্দেশ দেয় কংগ্রেস হাইকমান্ড।
অমরিন্দর সিং বলেন, আমি গত দুই মাসে কংগ্রেসের নেতৃবৃন্দের দ্বারা তিনবার অপমানের শিকার হয়েছি। তারা বিধায়কদের দিল্লিতে দুইবার ঢেকে নিয়েছে। আজও বিধায়কদের নিয়ে বৈঠকের আহ্বান করেছে। দৃশ্যত আমার ওপর কংগ্রেসে নেতাদের আর বিশ্বাস নেই। তারা মনে করে আমি আমার দায়িত্ব পালন করতে আর সক্ষম নই। কিন্তু তারা (কংগ্রেস নেতৃবৃন্দ) যেভাবে পুরো বিষয়টির সমাধান করেছে, তাতে আমি অপমানিত হয়েছি। এখন পুরোটা তাদের হাতে। নিজেদের বিশ্বাসী লোককে তারা এই পদে নিয়োগ দিতে পারবে। যোগ করেন তিনি।
কংগ্রেসে তিনি থাকবেন কিনা, এমন এক প্রশ্নের জবাবে বলেন, সবসময়ই একটি বিকল্প থাকে এবং সময় আসলে সেটি আমি ব্যবহার করবো। এই মুহূর্তে আমি কংগ্রেসেই আছি।
এর আগে, চলতি বছরের জুলাইয়ে অমরিন্দর সিংয়ের আপত্তি স্বত্বেও ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধুকে রাজ্য কংগ্রেসের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর তাতেই দুই ভাগে ভাগ হয়ে যায় পাঞ্জাব কংগ্রেস।