মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে ইন্দোনেশিয়া ও বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে কয়লাভিত্তিক প্রকল্পে সহায়তা দিয়েছে চীন। প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য পূরণে এ ধরনের প্রকল্পে অর্থায়নের অবসান ঘটাতে দেশটি ব্যাপক কূটনৈতিক চাপে রয়েছে। এরইমধ্যে এ বছরের শুরুতে জাপান এবং দক্ষিণ কোরিয়াও এ ধরনের পদক্ষেপ নিয়েছে।
জতিসংঘের সাধারণ অধিবেশনের উদ্দেশ্যে আগেই রেকর্ড করা ডিডিওতে তিনি বলেন, চীন সবুজ ও কম কার্বন শক্তির উন্নয়নে অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য সমর্থন বাড়াবে এবং বিদেশে নতুন করে কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প আর নির্মাণ করবে না।
২০২৪ সালের মধ্যে দরিদ্য দেশগুলো যাতে কম কার্বন নিঃসরণ করে এমন প্রকল্প এবং বৈশ্বিক উষ্ণায়নের খারাপ প্রভাব মোকবিলা করতে পারে সেজন্য মার্কিন প্রেসিডেন্টের ১১.৪ বিলিয়ন ডালারের আর্থিক সহায়তা ঘোষণা দেওয়ার পর চীনের প্রেসিডেন্টের কাছ থেকে এমন ঘোষণা এলো।