ডেইলি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
খাতসংশ্লিষ্টদের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-আগস্ট পর্যন্ত শ্রীলংকা ১৮ কোটি ৭৫ লাখ ৭০ হাজার কেজি চা রফতানি করে। গত বছরের একই সময়ে রফতানি করা হয় ১৭ কোটি ৪১ লাখ ৪০ হাজার কেজি। সে হিসাবে রফতানি ১ কোটি ৩৪ লাখ ৩০ হাজার কেজি বেড়েছে। আলাদাভাবে খোলা এবং মোড়কজাত চা ও টি ব্যাগ রফতানিও বেড়েছে। এদিকে মোট রফতানি মূল্য ৬৮ দশমিক ৯৬ রুপি বেড়ে ৯২৭ দশমিক ২১ রুপিতে পৌঁছেছে।
শুধু আগস্টে শ্রীলংকা ২ কোটি ৫৪ লাখ ৮০ হাজার কেজি চা রফতানি করে। গত বছরের একই মাসে রফতানি করা হয় ২ কোটি ২০ লাখ ১০ হাজার কেজি। সে হিসাবে রফতানি ৩৪ লাখ ৭০ হাজার কেজি বেড়েছে।
চলতি বছর সর্বাধিক সিলন টি আমদানিকারক হিসেবে ইরাক শ্রীলংকার শীর্ষ রফতানি গন্তব্যে পরিণত হয়েছে। এর পরই রয়েছে তুরস্ক ও রাশিয়ার অবস্থান। আমদানি বাড়ানোয় সংযুক্ত আরব আমিরাত চতুর্থ অবস্থানে উঠে এসেছে। তবে ইরান শ্রীলংকান চা আমদানি কমিয়েছে।