গত অর্থবছরে পিডব্লিউসির আয় ৪ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার

গত অর্থবছরে পিডব্লিউসির আয় ৪ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার
আন্তর্জাতিক নিরীক্ষা, কর ও পরামর্শক নেটওয়ার্ক সংগঠন প্রাইসওয়াটারহাউসকুপারস ২০২০-২১ অর্থবছরে (পিডব্লিউসি) ৪ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার আয় করেছে, যা গত অর্থবছরের চেয়ে ৪ দশমিক ৯ শতাংশ বেশি। এই সময়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সত্ত্বেও তারা আয়ে এই প্রবৃদ্ধি অর্জন করেছে।

পিডব্লিউসির বৈশ্বিক চেয়ারম্যান বব মরিৎজ এ প্রসঙ্গে বলেন, ‘আমরা এই চ্যালেঞ্জিং বছরে যা অর্জন করেছি এবং যেভাবে তা করেছি, তাতে আমরা গর্বিত। তবে সহকর্মীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণে আমরা সর্বাধিক গুরুত্ব দিই। তাঁদের উদ্ভাবনী শক্তি ও অবিচল অঙ্গীকারের কারণে বিশ্বব্যাপী আমরা মানসম্মত সেবা দিতে পেরেছি। তবে নতুন সময় নতুন সমস্যা নিয়ে আসে। সহকর্মীদের অবিচল নিষ্ঠার বদৌলতে আমরা নতুন সমাধান দিতে সক্ষম হয়েছি।’

বব মরিৎজ আরও বলেন, ‘আমরা এ বছর জুন মাসে বৈশ্বিক পরিসরে নতুন কৌশল ‘দ্য নিউ ইকুয়েশন’ গ্রহণ করেছি। আমাদের বিশ্বাস, এই কৌশল প্রতিটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ও আন্তসম্পর্কিত কৌশলগত চাহিদা, অংশীজনদের মধ্যে বিশ্বাস সৃষ্টি করা ও টেকসই সমাধান প্রদানের লক্ষ্যে কাজ করে যাওয়ার জন্য পিডব্লিউসিকে প্রস্তুত করবে। এই নতুন কৌশল আগামী ৫ বছরে ১ হাজার ২০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগ এবং ১ লাখেরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।’

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাইসওয়াটারহাউসকুপারস (পিডব্লিউসি) বিশ্বের ১৫৬টি দেশের ৭৪২টি শহরে কাজ করছে। তাদের জনবল ২ লাখ ৯৫ হাজারের বেশি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া