৭৩৭ ম্যাক্স লিজ নিচ্ছে ফ্লাইয়ার এয়ারলাইনস

৭৩৭ ম্যাক্স লিজ নিচ্ছে ফ্লাইয়ার এয়ারলাইনস
বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স মডেলের ছয়টি উড়োজাহাজ লিজ নিচ্ছে নরওয়ের এয়ারলাইনস সংস্থা ফ্লাইয়ার। এয়ার লিজ করপোরেশনের কাছ থেকে আগামী বছরের প্রথমার্ধে এসব বাহন লিজ নেয়া হবে। ২০২৩ সালে আরো চারটি বাহন লিজ নেয়া হতে পারে বলেও এক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

এয়ারলাইন শিল্পে নতুন এ প্রতিষ্ঠান চলতি বছরের জুনেই প্রথম ফ্লাইট পরিচালনা করে। সংশ্লিষ্টরা মনে করছেন, কভিড-১৯ মহামারী-পরবর্তী চাহিদা পূরণে এ জেটগুলো যথেষ্ট ভূমিকা রাখবে।

প্রাথমিকভাবে ম্যাক্স ৮ মডেলের ২১০ আসনবিশিষ্ট বাহন লিজ নেয়া হবে। ফ্লাইয়ার জানিয়েছে, তাদের লক্ষ্য হলো জ্বালানিসাশ্রয়ী উড়োজাহাজ ব্যবহার ও কার্বন নিঃসরণ কমানো। আগের মডেলগুলোর তুলনায় মডেলটি ১৪ শতাংশ জ্বালানিসাশ্রয়ী। সে কারণেই এটিতে আগ্রহ দেখিয়েছে ফ্লাইয়ার।

গত জানুয়ারিতে বোয়িংয়ের ৭৩৭ মডেলের বাহনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ইউরোপের নিয়ন্ত্রক সংস্থা। এর মাধ্যমে দীর্ঘ ২২ মাস পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। মূলত নকশায় পরিবর্তন ও পাইলটদের যথাযথ প্রশিক্ষণের পরই মডেলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না