এয়ারলাইন শিল্পে নতুন এ প্রতিষ্ঠান চলতি বছরের জুনেই প্রথম ফ্লাইট পরিচালনা করে। সংশ্লিষ্টরা মনে করছেন, কভিড-১৯ মহামারী-পরবর্তী চাহিদা পূরণে এ জেটগুলো যথেষ্ট ভূমিকা রাখবে।
প্রাথমিকভাবে ম্যাক্স ৮ মডেলের ২১০ আসনবিশিষ্ট বাহন লিজ নেয়া হবে। ফ্লাইয়ার জানিয়েছে, তাদের লক্ষ্য হলো জ্বালানিসাশ্রয়ী উড়োজাহাজ ব্যবহার ও কার্বন নিঃসরণ কমানো। আগের মডেলগুলোর তুলনায় মডেলটি ১৪ শতাংশ জ্বালানিসাশ্রয়ী। সে কারণেই এটিতে আগ্রহ দেখিয়েছে ফ্লাইয়ার।
গত জানুয়ারিতে বোয়িংয়ের ৭৩৭ মডেলের বাহনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ইউরোপের নিয়ন্ত্রক সংস্থা। এর মাধ্যমে দীর্ঘ ২২ মাস পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। মূলত নকশায় পরিবর্তন ও পাইলটদের যথাযথ প্রশিক্ষণের পরই মডেলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়।