কিছুদিন আগে লংকান জ্বালানিমন্ত্রী উদয়া গাম্মানপিলা জানিয়েছিলেন, বর্তমানে দেশটির যে পরিমাণ জ্বালানি নিশ্চয়তা রয়েছে, তাতে বড়জোর আগামী জানুয়ারি পর্যন্ত চলতে পারে। এ অবস্থায় আসন্ন সংকট কাটাতে ভারতের কাছে ঋণ চেয়েছে কলম্বো। শ্রীলংকার রাষ্ট্রায়ত্ত সংস্থা সিলন পেট্রোলিয়াম করপোরেশনের (সিপিসি) কাছে দেশটির প্রধান দুই সরকারি ব্যাংক—ব্যাংক অব সিলন ও পিপলস ব্যাংকের প্রায় ৩৩০ কোটি ডলার পাওনা জমেছে।
সিপিসি চেয়ারম্যান সুমিত বিজেসিংহে লংকান সংবাদমাধ্যম নিউজফার্স্টকে বলেছেন, ভারত-শ্রীলংকা অর্থনৈতিক অংশীদারিত্ব ব্যবস্থার অধীনে ৫০ কোটি ডলার ঋণ পেতে আমরা ভারতীয় হাইকমিশনের সঙ্গে কাজ করছি। তিনি জানিয়েছেন, এ অর্থ কেবল পেট্রল ও ডিজেল পেতেই ব্যয় করা হবে।
লংকান অর্থ সচিব এস আর আত্তিগালে বলেছেন, ঋণের বিষয়ে ভারত ও শ্রীলংকার মধ্যে শিগগিরই চুক্তি হবে বলে আশা করা হচ্ছে। এতে সই করবেন দুই দেশের জ্বালানি সচিবরা।