সৌদি এক্সচেঞ্জের সূচকগুলোর মধ্যে সর্বোচ্চ পতন হয়েছে এমটি৩০ সূচকের। সূচকটির পতন হয়েছে ১ দশমিক ৭৮ শতাংশ। পতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে টিএএসআই সূচক। টিএএসআই সূচকটি ১ দশমিক ৪৭ শতাংশ পতন হয়ে বর্তমানে দাড়িয়েছে ১০ হাজার ৬৫১ দশমিক ৪৫ পয়েন্টে। এছাড়া এনওএমইউসি সূচকটিও পতনে রয়েছে। সূচকটির দশমিক ০১ শতাংশ পতন হয়েছে।
এদিকে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্যাংকিং খাতের আল-রাজি ব্যাংকের শেয়ারদর কমেছে ৩ দশমিক ৪১ শতাংশ। বর্তমানে ব্যাংকটির শেয়ারদর কমে দাড়িয়েছে ১৩০.২০ রিয়ালে।
এছাড়া এসএবিআইসি এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির শেয়ারদর কমেছে ৩ দশমিক ০৮ শতাংশ। উপকরণ খাতের কোম্পানিটির শেয়ারদর কমে বর্তমানে দাড়িয়েছে ১৬৩.৮০ রিয়াল।
দর কমার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে: ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংক, সৌদি ইলেক্ট্রিসিটি, সৌদি আরাবিয়ান মাইনিং কোম্পানি, রিয়াদ ব্যাংক, সৌদি আরাবিয়ান ফার্টিলাইজার কোম্পানি, দ্য সৌদি ব্রিটিশ ব্যাংক এবং আলমারিয়া কোম্পানি।