ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গাদের ১৫০ বিলিয়ন ডলারের মামলা

ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গাদের ১৫০ বিলিয়ন ডলারের মামলা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে ১৫০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গারা।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া বেশ কয়েকজন রোহিঙ্গা ফেসবুকের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো এবং ভুল তথ্য প্রচার রোধ না করার অভিযোগে ওই মামলা করেন। খবর বিবিসির।

তবে এ ঘটনায় ফেসবুকের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনী ১০ হাজারেরও বেশি সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমকে হত্যা করে।

ফেসবুক ২০১৮ সালে স্বীকার করেছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা এবং ঘৃণামূলক বক্তব্যের প্ররোচনা রোধে যথেষ্ট কাজ করেনি তারা।

রয়টার্স জানায়, ২০১৩ সালে মিয়ানমারে উগ্রবাদী বৌদ্ধরা ফেসবুক পোস্টে রোহিঙ্গাদের উদ্দেশ্য করে লেখে— হিটলার যেভাবে ইহুদিদের নৃশংসভাবে হত্যা করেছিল, আমরাও তোমাদের সেভাবেই নিধন করব।

আরেক পোস্টের এক উগ্রবাদী লেখেন, গায়ে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দ্রুত তোমাদের আল্লাহর কাছে প্রেরণের ব্যবস্থা করছি। উল্লেখ্য, মিয়ানমারে ফেসবুকের দুই কোটি গ্রাহক আছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সুপিরিয়র আদালতে সোমবার রোহিঙ্গাদের পক্ষের আইনজীবীরা ওই মামলা করেন। এদিকে ব্রিটিশ আইনজীবী দলও মামলা শুরুর উদ্যোগের কথা জানিয়ে ফেসবুককে গণহত্যার তথ্য না মুছতে আইনি নোটিশ পাঠিয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া