এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাতে জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রীসহ নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এর আগে, বৃহস্পতিবার বিকালে তামিলনাড়ুর সুলুর বিমানঘাঁটি থেকে বিশেষ বিমানযোগে জেনারেল রাওয়াত ও তার স্ত্রী মধুলিকাসহ ১৩ জনের মরদেহ দিল্লিতে নেওয়া হয়।
এখন পর্যন্ত চারজনের মরদেহ শনাক্ত করা গেছে। তারা হলেন, জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার এলএস লিদ্দার এবং ল্যান্স নায়েক বিবেক কুমার। শুধু তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাকীদের মরদেহ সামরিক হাসপাতালে রাখা হবে পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত।
দেশটির সেনা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়কের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন তার অনুরাগীরা। এরপর কামরাজ মার্গ থেকে শুরু হবে শেষযাত্রা। দিল্লি সেনাছাউনির ব্রার স্কোয়ার অন্ত্যেষ্টিস্থলে পূর্ণ সামরিক মর্যাদায় হবে শেষকৃত্য।
বুধবার (৮ ডিসেম্বর) সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ৬৩ বছর বয়সী জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো, বিমানবাহিনীর কর্মকর্তাসহ ১৩ জন। পরে ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। একসঙ্গে এতগুলো মূল্যবান প্রাণ ঝরে যাওয়ায় শোকের ছায়া নেমেছে ভারতজুড়ে। সূত্র: এনডিটিভি