দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ জানিয়েছে, গতকাল শুক্রবার একদিনে প্রায় ৬শ মানুষ মারা গেলেও একদিনে মৃত্যর সংখ্যায় গত দুই সপ্তাহের মধ্যে এটা সর্বনিম্ন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশে করোনায় মৃত্যুর মিছিল থামছে না। গত একদিনের ছয়শ মৃত্যু নিয়ে যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা এখন ১৬ হাজার ৬০ জন। এছাড়া এখন পর্যন্ত ১২ লাখ ২০ হাজারের বেশি আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
যুক্তরাজ্যের হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার বিভাগ আজ শনিবার তাদের হালনাগাদকৃত হিসাবে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও প্রায় ৬ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যা গতকালর সাড়ে ৫ হাজারের চেয়ে কিছুটা বেশি।
বিবিসি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যে সরকারিভাবে যত মানুষের মৃত্যুর খবর দেওয়া হচ্ছে তা শুধু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যার হিসাব। এছাড়া বিভিন্ন কেয়ার হোম ও বাড়িতে মৃতের সংখ্যা এখানে নথিভূক্ত করা হয়নি। তাই প্রকৃত মৃত্যুর সংখ্যাটা আরও অনেক বেশি হতে পারে।