বাংলাদেশের সফলতার মূল কারিগর যুবসমাজ: শিল্পমন্ত্রী

বাংলাদেশের সফলতার মূল কারিগর যুবসমাজ: শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, আজকের বাংলাদেশের যে অগ্রগতি ও উন্নয়ন, এই সফলতার মূল কারিগর এ দেশের যুবসমাজ। তাদের উদ্যমী নিবেদনে ব্যবসা-বাণিজ্য আর অর্থনীতিতে গতি এসেছে।

বুধবার (১৫ ডিসেম্বর) এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনব্যাপী ‌‘বিজয়ের ৫০ বছর: লাল-সবুজের মহোৎসব’ এর ১৫তম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেমে তরুণসমাজকে উজ্জীবিত করতে বিশেষ ভূমিকা রেখেছে এ দেশের ব্যান্ড শিল্পীরা। বিজয়ের ঐতিহাসিক সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীর বাংলাদেশের কান্ডারি তরুণদের জন্য উৎসবের উপলক্ষ এনে দেওয়ায় এফবিসিসিআইকে ধন্যবাদও জানান মন্ত্রী।

বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, সাড়ে তিন বছরের দেশ শাসনের যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশকে সঠিক পথে নিয়ে গেছেন বঙ্গবন্ধু। তিনি বেঁচে থাকলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি আরও বেগবান হতো। তবে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণ হচ্ছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ স্বাধীন না বাঙালিরা উদ্যোক্তা হতে পারতো না। বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আজকের ব্যবসায়ীক সফলতা, অর্থনৈতিক উন্নতি সম্ভব হয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই বিজয়ের ৫০ বছরে মহোৎসবের আয়োজন করেছে এফবিসিসিআই।

রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর: লাল-সবুজের মহোৎসব’ এর ১৫তম দিনের আয়োজন ছিল ব্যান্ড সংগীত পরিবেশন। জনপ্রিয় বিভিন্ন ব্যান্ডদল এতে সংগীত পরিবেশন করে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু