কর ফাঁকি দেওয়ায় চীনা তারকাকে ২১ কোটি ডলার জরিমানা

কর ফাঁকি দেওয়ায় চীনা তারকাকে ২১ কোটি ডলার জরিমানা
কর ফাঁকি দেওয়ায় চীনের শীর্ষ অনলাইন তারকা ‘হুয়াং ই’কে বিশাল অঙ্কের জরিমানা করেছে দেশটির আয়কর কর্তৃপক্ষ। ‘ভিয়া’ নামে পরিচিত এই তারকা চীনে অনলাইনে পণ্য বিক্রিতে অন্যতম প্রভাবশালী ব্যক্তি।

বিবিসির খবরে বলা হয়, ‘কুইন অব লাইভস্ট্রিমিং’ খ্যাত এই তারকাকে সোমবার জরিমানা করা হয়। যার পরিমাণ ১.৩৪ বিলিয়ন ইউয়ান অর্থাৎ ২১ কোটি ডলার।

অনলাইনে ভিয়ার মিলিয়ন মিলিয়ন অনুসারী রয়েছে। মূলত তিনি বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করার জন্য তার অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন।

লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম তাওবাওয়ে নুডলস থেকে নিয়ে রকেট উৎক্ষেপণ সংশ্লিষ্ট প্রযুক্তিপণ্যও বিক্রি করেন ভিয়া।

সোমবার তার লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্মে একটি প্রসাধনী বিক্রির অনুষ্ঠান প্রচার করার কথা ছিল। কিন্তু তার সেই অনুষ্ঠান বন্ধ করা হয়েছে।

এদিকে কর ফাঁকি দেওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন ভিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে তিনি লিখেছেন, ‘কর আইন ভঙ্গ করায় আমি দুঃখিত। কর্তৃপক্ষ যে শাস্তি দিয়েছে তা আমি পুরোপুরি মেনে নিচ্ছি।’

সম্প্রতি চীনের প্রযুক্তি খাতে কারও একচেটিয়া ব্যবসা বন্ধ করতে উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া