মিয়ানমারে ৩০ জনকে পুড়িয়ে মারল সেনারা

মিয়ানমারে ৩০ জনকে পুড়িয়ে মারল সেনারা
মিয়ানমারে অন্তত ৩০ জনের দগ্ধ মৃতদেহ উদ্ধার করেছে একটি মানবাধিকার সংগঠন। দেশটির সেনাবাহিনী অভ্যন্তরীণ বাস্তুচ্যুত এসব মানুষকে হত্যা করেছিল বলে দাবি করেছে কারেনি হিউম্যান রাইটস গ্রুপ।

শনিবার (২৫ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানিয়েছে, কায়াহ রাজ্যের হপরুসো শহরের মো সো গ্রামের কাছাকাছি এলাকা থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

পোস্টে বলা হয়েছে, ‘মানবাধিকার লঙ্ঘন করা এই অমানবিক ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই আমরা।’

মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে, তারা গ্রামে অবস্থান নেওয়া অজ্ঞাতসংখ্যক অস্ত্রধারী সন্ত্রাসীকে হত্যা করেছে। সাতটি গাড়িতে এই লোকগুলো ছিল এবং তারা সেনাবাহিনী সংকেত দেওয়ার পরও দাঁড়ায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পোড়া ট্রাকের ভেতরে অগ্নিদগ্ধ মৃতদেহ পড়ে আছে।

সেনা অভ্যুত্থানের বিরোধী সবচেয়ে বড় বেসামরিক মিলিশিয়া গোষ্ঠী কারেনি ন্যাশনাল ডিফেন্স ফোর্স জানিয়েছে, সেনাদের হাতে নিহত এসব ব্যক্তি তাদের দলের সদস্য নয়। এরা আশ্রয়ের সন্ধানে যাওয়া বেসামরিক নাগরিক।

গ্রুপটির কমান্ডার রয়টার্সকে বলেছেন, ‘আমরা দেখে অত্যন্ত মর্মাহত হয়েছিলাম যে, সব মৃতদেহ বিভিন্ন আকারের, যার মধ্যে শিশু, নারী ও বৃদ্ধ রয়েছে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া