তিনি বলেন, দিল্লিতে গত মঙ্গলবার নতুন করে ৪৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণ শনাক্ত ১ শতাংশের মতো। আন্তর্জাতিক ফ্লাইট আসার কারণে সংক্রমণ বেড়েছে। তবে অমিক্রনে সংক্রমিত কোনো রোগীকে এখন পর্যন্ত অক্সিজেন দিতে হয়নি।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী বলেন, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে, যেসব মানুষ বাইরের বিভিন্ন দেশ থেকে ফিরেছেন, মূলত তাঁদের পরিবারের সদস্যরাই অমিক্রনে সংক্রমিত হচ্ছেন। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকতে হবে।
ভারতে অমিক্রন শনাক্তের দিক দিয়ে দিল্লি শীর্ষে রয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে এমনটা দেখা গেছে।
ভারতে এখন পর্যন্ত ৭৮১ জনের অমিক্রন শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ২৩৮ জনই দিল্লির।
গতকাল দিল্লি সরকারের স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, সেখানে অমিক্রনে সংক্রমিত ২৩৮ জন রোগীর মধ্যে ৫৭ জন ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
মঙ্গলবারের স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে ৪৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে একজন।
মঙ্গলবারের স্বাস্থ্য বুলেটিনে আরও বলা হয়, একই সময়ে দিল্লিতে পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১ দশমিক ৮৯ শতাংশ। সক্রিয় করোনা রোগী ১ হাজার ৬১২ জন। সূত্র: এনডিটিভি।