পারমাণবিক অস্ত্রের পরিবর্তে খাদ্য নিয়ে কথা বললেন উন

পারমাণবিক অস্ত্রের পরিবর্তে খাদ্য নিয়ে কথা বললেন উন
নতুন বছরে পারমাণবিক অস্ত্র কিংবা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিষেদগারের পরিবর্তে খাদ্য, ট্রাক্টর কারখানা ও স্কুলের ইউনিফর্ম নিয়ে কথা বলেছেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। শনিবার (১ জানুয়ারি) দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে উন জানিয়েছেন, জনগণের জীবনমান ও অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের অগ্রগতি হবে ২০২২ সালে।

এর আগের বছরগুলোতে কিম উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ পররাষ্ট্র নীতি ঘোষণা করতেন। এসব নীতির মধ্যে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টিও থাকতো। এবার বিদায়ী বর্ষের ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের কোনো উল্লেখ করেননি। তবে আন্তঃকোরীয় সম্পর্ক নিয়ে আলোচনার কথা বলেছেন। কিম তার ভাষণের বেশিরভাগ অংশেই গ্রামীণ উন্নয়নের জন্য একটি উচ্চাভিলাষী পরিকল্পনা থেকে শুরু করে মানুষের খাদ্যাভ্যাস, স্কুল ইউনিফর্ম এবং ‘অসমাজতান্ত্রিক চর্চা’র বিরুদ্ধে অভিযানের প্রয়োজনীয়তার কথা বলেছেন।

উন বলেছেন, ‘আগামী বছর আমাদের দল ও জনগণের সামনে প্রধান কাজ হল পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিশ্চয়তা প্রদান এবং রাষ্ট্রের উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মানের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনা।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না