চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন করে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২৩ জনই বিদেশ ফেরত। এছাড়া বাকি ৭ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। স্থানীয়ভাবে সংক্রমিত এই ৭ জনের করোনা সংক্রমিত হয়েছেন দেশটির একেবারে উত্তরের প্রদেশ হেলিওংজিয়াং প্রদেশে।
হেলিওংজিয়াং প্রদেশটি মূলত চীনের প্রতিবেশী রাশিয়ার সীমান্ত সংলগ্ন। মূলত রাশিয়ায় আক্রান্তের সংখ্যা এখন আশঙ্কাজনক হারে বাড়ছে। গতকাল একদিনে ৫ হাজারের বেশি মানুষ আক্রান্তের পর দেশটিতে মোট আক্রান্ত এখন ৫০ হাজারের বেশি।
চীনা কর্তৃপক্ষ বলছে, আক্রান্তদের মধ্যে নতুন করে ২৮ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। চীনের উহান শহরে করোনার উৎপত্তি হলেও দেশটিতে করোনা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে। তবে বিশ্বের পৌনে দুই লাখের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৭৮৮। আক্রান্তদের মধ্যে ৪ হাজার ৬৩২ জন মারা গেছে। এছাড়া মহামারি এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৭৭ হাজার ১৫১ জন।