আন্তর্জাতিক শেয়ারবাজারে অ্যাপল বিশ্বসেরা

আন্তর্জাতিক শেয়ারবাজারে অ্যাপল বিশ্বসেরা
আন্তর্জাতিক শেয়ারবাজারে অ্যাপল এখন বিশ্বসেরা। প্রতিনিয়ত বাড়ছে কোম্পানিটির শেয়ার দর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ নাসডাকে মঙ্গলবার (১১ জানুয়ারি) সর্বশেষ অ্যাপলের শেয়ার লেনদেন হয় ১৭৫ দশমিক ৮ ডলারে। এদিন শেয়ারপ্রতি দর বাড়ে ১ দশমিক ৮ শতাংশ বা ২ দশমিক ৮৯ ডলার। চলতি মাসেই কোম্পানিটি পৃথিবীর ইতিহাসে প্রথম প্রতিষ্ঠান হিসেবে ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার বাজার মূল্যের মাইলফলক অর্জন করে।

জানা যায়, করোনার সময়ে বিক্রি বেড়েছে ইলেকট্রনিক গ্যাজেট ও প্রযুক্তি পণ্যের; অ্যাপল এই পরিস্থিতি থেকে লাভবান হয়েছে। প্রথম কোম্পানি হিসেবে অ্যাপল শেয়ারবাজার মূল্যে এক ট্রিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছে ২০১৮ সালের আগস্টে। বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের চাহিদা তুঙ্গে পৌঁছে লকডাউনে স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপের চাহিদা বাড়ার কারণে। অ্যাপলের শেয়ারবাজার মূল্য ২ ট্রিলিয়ন ডলার থেকে ৩ ট্রিলিয়নের দ্বারপ্রান্তে পৌঁছতে সময় লেগেছে মাত্র ১৬ মাস।



বর্তমানে অ্যাপল সব মিলিয়ে যতো ডিভাইস বিক্রি করে তার অর্ধেকই আইফোন। এ ছাড়া আইপ্যাড এবং ম্যাক কম্পিউটারও বেশ জনপ্রিয়। ডিভাইসের পাশাপাশি অ্যাপলের আয়ের আরেকটি বড় উৎস প্রতিষ্ঠানটির অ্যাপ স্টোরভিত্তিক সফটওয়্যার ব্যবসা। এ ছাড়া অন্যান্য আয়ের উৎসের মধ্যে আছে আইক্লাউড, মিউজিক, টেলিভিশন এবং ফিটনেস বিভাগে গ্রাহক সেবা।

ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি কিউপারটিনোতে ১৯৭৬ সালে অ্যাপলের যাত্রা শুরু হয়। এটি প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং তার ব্যবসায়ী সঙ্গী স্টিভ ওজনিয়াকি ও রোনাল্ড ওয়েন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না