বুধবার (১২ জানুয়ারি) দেশটির স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে সৌদি এক্সচেঞ্জের প্রধান সূচক টিএএসআই ১১ হাজার ৮৪৭ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া এমটি৩০ সূচকটি দশমিক ৫০ শতাংশ উত্থানে ১ হাজার ৬৪৬ দশমিক ৮০ পয়েন্টে অবস্থান করেছে। অন্যদিকে সৌদি শেয়ারবাজারের আরেকটি গুরুত্বপূর্ণ সূচক এনওএমইউসি ১৭ পয়েন্ট বেড়ে ২৬ হাজার ১৮৫ পয়েন্টে দাড়িয়েছে।
এদিকে আন্তর্জাতিক শেয়ারবাজারে বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি সৌদি আরামকোর অবদানও অনেক। সৌদির শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ার দরে ধারাবাহিক উত্থান দেখা গেছে।
জানা যায়, ১৯৫০ সালে সৌদি বাদশাহ আবদুল আজিজ আরামকো জাতীয়করণের হুমকি দিলে আরামকো তাদের লভ্যাংশ সৌদি সরকারের সঙ্গে আধাআধি ভাগ করতে রাজী হয়।
এরপর ১৯৭৩ সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নেয়ার পর সৌদি আরব সরকার আরামকোর ২৫ শতাংশ শেয়ার নিয়ে নেয়। ১৯৭৪ সাল নাগাদ সৌদি সরকারের মালিকানা বেড়ে দাঁড়ায় ৬০ শতাংশে। আশির দশক নাগাদ পুরো কোম্পানিকেই রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে আসে সৌদি সরকার।