সূত্র মতে, কোম্পানিটি ২ হাজার ৩০৩ বারে ৯৫ লাখ ৯৬ হাজার ২৭টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ২০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফনিক্স ফিন্যান্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং, ইয়াকিন পলিমার,মতিন স্পিনিং, হা-ওয়েল টেক্সটাইল ও প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড।