শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে মোনার্ক মার্টের অফিস পরিদর্শনে আসেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির। এসময় কথা বলেন প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে।
শিশির বলেন, বাংলাদেশে ই-কমার্সের প্রতি গ্রাহকদের অবিশ্বাস তৈরী হয়েছে। এই অবিশ্বাস দূর করে মোনার্ক মার্ট গ্রাহকদের আস্থার জায়গা হয়ে উঠবে। সবার আস্থা নিয়ে কাজ করবে মোনার্ক মার্ট।
মোনার্ক মার্টকে গ্রাহকরা কেন বিশ্বাস করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাকিবকে যেহেতু সবাই বিশ্বাস করেন, এক্ষেত্রেও আপনারা সাকিবের ওপর আস্থা রাখতে পারেন
মোনার্ক মার্ট কি নিয়ে কাজ করবে বা কি ধরণের সেবা দিবে গ্রাহকদের এমন প্রশ্নের জবাবে শিশির বলেন, মোনার্ক মার্ট আসলে সব ধরণের পণ্য নিয়ে কাজ করবে। কসমেটিকস থেকে শুরু করে মানুষের নিত্যপ্রয়োজনীয় যা কিছু আছে সবকিছুই মোনার্ক মার্টে পাওয়া যাবে।
[caption id="attachment_96809" align="alignnone" width="800"] ছবি: ফয়সাল ইব্রাহীম, অর্থসংবাদ[/caption]
সাকিবপত্নীর কাছে জানতে চাওয়া হয়, পণ্য না পাওয়া বা পণ্য দেরিতে পাওয়া নিয়ে ই-কমার্সের প্রতি গ্রাহকদের যে অসন্তোষ আছে সেটি মোনার্ক মার্ট কিভাবে দেখবে? এ বিষয়ে শিশির বলেন, কোভিডের কারণে মানুষের লাইফস্টাইল অনেক পিছিয়ে পড়েছে। পাঁচ জনের কাজ একজন করছে। এজন্য কর্মী সংকটের কারণে ব্যবসায় সমস্য হচ্ছে। মোনার্ক মার্টের লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব যেন গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেওয়া যায়।
উল্লেখ্য, ক্রেতাদের সহজ ও ঝামেলাবিহীন অনলাইন কেনাকাটা এবং দ্রুততম সময়ে পণ্য ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে মোনার্ক মার্ট। প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগেও ক্রিকেটের বাইরে একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত হন এই অলরাউন্ডার।