ভারতের চা রফতানি কমলেও বেড়েছে আয়

ভারতের চা রফতানি কমলেও বেড়েছে আয়
করোনা মহামারীর পর ভারতের চা রফতানি শিল্প চরম মন্দা পরিস্থিতির মুখে পড়েছে। সরবরাহ নিয়ে নানা জটিলতা থাকায় রফতানি আশঙ্কাজনক হারে কমে গিয়েছে। গত বছর এসব জটিলতা আরো প্রকট আকার ধারণ করেছিলো। ফলে ২০২১ সালের ১১ মাসে দেশটির চা রফতানি নিম্নমুখি ছিল।

সম্প্রতিক প্রতিবেদনে দেখা যায়, গত বছরের ১১ মাসে ভারতের চা রফতানি কমে ১৭ কোটি ৫৩ লাখ ৮০ হাজার কেজিতে নেমেছে। যার পরিমান গত বছর ছিল ১৮ কোটি ৯৮ লাখ ৩০ হাজার কেজি।

কনটেইনারের তীব্র সংকট থাকার কারনে রফতানি কমে যাচ্ছে বলে মনে করেন শিল্পসংশ্লিষ্টরা। এছাড়া উচ্চমাত্রার জাহাজ ভাড়া ও ইরানের সঙ্গে মূল্য পরিশোধকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতাও রফতানিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

যেসব অঞ্চল ভারত থেকে চা আমদানি করে থাকে তার মধ্যে সবচেয়ে বড় ব্লক কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটস (সিআইএস)। গত বছরের ১১ মাসে ব্লকটি ভারত থেকে ৪ কোটি ১ লাখ ৭০ হাজার কেজি চা আমদানি করে। যা ২০২০ সালে ছিল ৪ কোটি ৬৩ লাখ ৮০ হাজার কেজি।

ইরান গত বছরের ১১ মাসে ভারত থেকে ২ কোটি ৩০ লাখ ৬০ হাজার কেজি চা আমদানি করে। যা ২০২০ সালে ছিল ৩ কোটি ১৬ লাখ কেজি। এর বাইরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ব্রিটেনে ভারতীয় চায়ের বড় বাজার রয়েছে।

ভারতীয় চা বোর্ড বলছে, রফতানি কমলেও ১১ মাসে চা রফতানি থেকে ভারতের আয় ৪ হাজার ৬৯৮ কোটি ৪৭ লাখ থেকে বেড়ে ৪ হাজার ৭৩৭ কোটি ৮৮ লাখ রুপিতে উন্নীত হয়।

আসাম, পশ্চিমবঙ্গসহ উত্তর ভারতের চা বাগানগুলো মোট চা উৎপাদনের ৮৪ শতাংশই সরবরাহ করে। অঞ্চলটির উৎপাদন ৭ কোটি ৭৭ লাখ কেজি কমে ১০৯ কোটি ৩৩ লাখ ৮০ হাজার কেজিতে নেমেছে। তবে দক্ষিণ ভারতে উৎপাদন ১ কোটি ৬৬ লাখ ৭০ হাজার কেজি বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া