সম্প্রতি হাওয়াইয়ের হনলুলুতে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চাং ইউই-ইয়ং, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি পেশ করেন তারা।
বিবৃতিতে বলা হয়, কোরীয় উপদ্বীপে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং স্থায়ী শান্তি নিশ্চিতে তিন রাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করবে। বৈঠকে এমন অঙ্গীকার করেছে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাব লঙ্ঘন করে গত কয়েক সপ্তাহে নয়টি ব্যালিস্টিক মিসাইল উেক্ষপণ করে পিয়ংইয়ং। শুধু জানুয়ারি মাসেই দুটি ল্যান্ড-অ্যাটাক ক্রুজ মিসাইলসহ সাতটি পৃথক ক্ষেপণাস্ত্র উেক্ষপণ করে দেশটি। উত্তর কোরিয়ার এ আগ্রাসী তত্পরতার পরপরই উচ্চ পর্যায়ের এ সভাটি আয়োজিত হয়।
বিবৃতিতে আরো জানানো হয়, উত্তর কোরিয়াকে বেআইনি কর্মকাণ্ড বন্ধ করে সংলাপে বসার আহ্বান জানান এই তিন নেতা। পাশাপাশি দেশটির সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উেক্ষপণের নিন্দা জানান এবং এসব কর্মকাণ্ডের ফলে পরিবেশে অস্থিতিশীলতা তৈরি হওয়ার আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা।
সূত্র- কোরিয়া হেরাল্ড।