যদিও ১২ বছরের কম বয়সীদের এই টিকা দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দেশটির সরকার।
গত ১৪ ফেব্রুয়ারি সিডিএসসিও-এর করোনা বিষয়ক বিশেষজ্ঞ কমিটি বায়োলজিক্যাল ই-এর আবেদনের বিষয়ে আলোচনা করে। সেখানেই ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার আলোচনা হয়। এরপরই শর্তসাপেক্ষে এই টিকাকে ডিজিসিআই অনুমোদন দেয়। বায়োলজিক্যাল ই’র এই অ্যান্টি করোনা টিকার নাম ‘কর্বিভ্যাক্স’, যা একটি আরবিডি প্রোটিন সাব ইউনিট ভ্যাকসিন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২০২১ এর ডিসেম্বরের মধ্যে ‘বায়োলজিক্যাল ই’ কেন্দ্রীয় সরকারকে ৩০ কোটি ডোজ সরবরাহ করবে। এর আগে হায়দরাবাদ ভিত্তিক ‘বায়োলজিক্যাল ই লিমিটেড’কে ৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদের জন্যে নির্মিত কোভিড- ১৯ টিকার দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষা করার অনুমতি দিয়েছিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া।
এএনআই সূত্রে খবর, এই টিকার দাম পড়বে আনুমানিক ১৪৫ টাকা। দু’টি ডোজের এই টিকা বিশেষভাবে তৈরি করা হয়েছে ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য।