১২ থেকে ১৮ বছর বয়সীদের নতুন টিকা দিচ্ছে ভারত

১২ থেকে ১৮ বছর বয়সীদের নতুন টিকা দিচ্ছে ভারত
ভারতের করোনার সংক্রমণ কমতে শুরু করেছে। তবে টিকাদানে ভরসা রেখেই ভাইরাসটি নিয়ন্ত্রণ করতে চায় ভারত। এই পর্যায়ে বায়োলজিক্যাল ই-এর টিকা কর্বিভ্যাক্সকে সীমিত জরুরি ব্যবহারের অনুমোদন দিল ড্রাগস জেনারেল কন্ট্রোল অব ইন্ডিয়া (ডিজিসিআই)।

যদিও ১২ বছরের কম বয়সীদের এই টিকা দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দেশটির সরকার।

গত ১৪ ফেব্রুয়ারি সিডিএসসিও-এর করোনা বিষয়ক বিশেষজ্ঞ কমিটি বায়োলজিক্যাল ই-এর আবেদনের বিষয়ে আলোচনা করে। সেখানেই ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার আলোচনা হয়। এরপরই শর্তসাপেক্ষে এই টিকাকে ডিজিসিআই অনুমোদন দেয়। বায়োলজিক্যাল ই’র এই অ্যান্টি করোনা টিকার নাম ‘কর্বিভ্যাক্স’, যা একটি আরবিডি প্রোটিন সাব ইউনিট ভ্যাকসিন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২০২১ এর ডিসেম্বরের মধ্যে ‘বায়োলজিক্যাল ই’ কেন্দ্রীয় সরকারকে ৩০ কোটি ডোজ সরবরাহ করবে। এর আগে হায়দরাবাদ ভিত্তিক ‘বায়োলজিক্যাল ই লিমিটেড’কে ৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদের জন্যে নির্মিত কোভিড- ১৯ টিকার দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষা করার অনুমতি দিয়েছিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া।

এএনআই সূত্রে খবর, এই টিকার দাম পড়বে আনুমানিক ১৪৫ টাকা। দু’টি ডোজের এই টিকা বিশেষভাবে তৈরি করা হয়েছে ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া