বুধবার রাশিয়ার বার্ষিক ‘ডিফেন্ডার অব দ্য ফাদারল্যান্ড ডে’ উপলক্ষ্যে দেওয়া এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কথা বলেছেন। তিনি বলেন, রাশিয়া সবসময় কূটনীতির জন্য উন্মুক্ত। কিন্তু সবার আগে দেশের জাতীয় নিরাপত্তা স্বার্থ। তার ভাষায় বর্তমান ‘কঠিন আন্তর্জাতিক পরিস্থিতির’ মুখে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।
ভিডিও বার্তায় পুতিন বলেন, ‘আমাদের দেশ সর্বদা সরাসরি ও সৎ সংলাপের জন্য উন্মুক্ত এবং সবচেয়ে জটিল সব সমস্যার কূটনৈতিক সমাধান খুঁজতে প্রস্তুত।’
‘তবে আমি আবারও বলতে চাই যে, রাশিয়ার স্বার্থ এবং জনগণের নিরাপত্তা একেবারে শর্তহীন। এ নিয়ে কোনও আপস করা হবে না। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনীকে শক্তিশালী ও আধুনিকায়ন করার কাজ অব্যাহত থাকবে।’
দেশের মানুষকে অভিনন্দন এবং রাশিয়ার সেনাবাহিনীর যুদ্ধের প্রস্তুতির প্রশংসা করে রুশ এই প্রেসিডেন্ট বলেছেন, তিনি সামরিক বাহিনীর ‘পেশাদারিত্ব’ সম্পর্কে নিশ্চিত ছিলেন যে, তারা দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে দাঁড়িয়ে যাবে।