ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, তারা আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম নেটওয়ার্ক সুইফট থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে নিষিদ্ধ করে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংককে নিষেধাজ্ঞার প্রভাব কমাতে তার বৈদেশিক রিজার্ভ বরাদ্দ করা থেকে বিরত রাখবে।
এদিকে চলমান সংকট নিয়ে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের গতকাল বৈঠক হলেও কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বৈঠক। সোমবার বেলারুশের গোমেল অঞ্চলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে ফের হামলা শুরু করেছে রাশিয়ার সামরিক বাহিনী।