সুমির আঞ্চলিক গভর্নর দিমিত্র ঝিভিৎস্কি বলেন, গতকাল মঙ্গলবার রাতে শহরের উত্তর-পূর্ব দিকের একটি আবাসিক এলাকায় বোমা হামলা করে রাশিয়া। এই হামলার ঘটনাকে ‘মাস কিলিং’ হিসেবে বর্ণনা করেন।
বিবিসিকে সুমির গভর্নর বলেন, গত রাতে মোট তিনবার বোমা হামলা করেছে রাশিয়া। দিমিত্র ঝিভিৎস্কি বলেন, ‘এটা ছিল একটা ভয়াবহ রাত।’
শহর কর্তৃপক্ষের ভাষ্যমতে, রুশ বিমানের হামলায় এক বাড়িতেই নয়জন নিহত হয়েছেন। ছয়টি ঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২০টি বাড়ি।
গতকাল ইউক্রেনের যেসব শহরে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, এগুলোর মধ্যে সুমি অন্যতম। শহরটি থেকে ইতিমধ্যে পাঁচ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রাজধানী কিয়েভ, সুমিসহ ইউক্রেনের পাঁচটি শহরের বাসিন্দাদের সরিয়ে নিতে আজ স্থানীয় সময় সকাল ১০টা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো।