বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ডব্লিউএইচও’র জরুরি বিষয়ক পরিচালক মাইকেল রায়ান বলেন, “এটা ভাবাও ভুল যে করোনাভাইরাস স্থানীয় হয়ে গেলে সমস্যার শেষ হয়ে যাবে।”
ডব্লিউএইচও’র সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে রায়ান এক লাইভ প্রশ্নোত্তর পর্বে বলেন, “আমি অবশ্যই বিশ্বাস করি না, আমরা এই ভাইরাসের বিষয়ে কোনো স্থানীয় পরিস্থিতির কাছাকাছি পৌঁছাতে পেরেছি।”
তিনি বলেন, “এটি কোনো মৌসুমি প্যাটার্ন বা সংক্রমণ প্যাটার্নে স্থির হয়নি এবং এখনও বেশ গতিশীল অবস্থানে আছে যা বিশাল মহামারি সৃষ্টি করতে সক্ষম।”
যক্ষ্মা এবং ম্যালেরিয়ায় এখনও প্রতি বছর লাখ লাখ মানুষ মারা গেলেও তিনি একে স্থানীয় রোগ হিসেবে উল্লেখ করে বলেন, “কোভিড-১৯ এখনও একটি স্থানীয় রোগ নয়।” “কখনোই মনে করবেন না ‘এন্ডেমিক’-এর মানে মহামারি শেষ হয়ে যাওয়া, এটি হালকা হয়ে যাওয়া বা এটি কোনো সমস্যাই নয়। বিষয়টি মোটেই এমন নয়,” তিনি বলেন।
ডব্লুউএইচও’র কোভিড -১৯ প্রযুক্তি প্রধান মারিয়া ভ্যান কেরখোভ, যিনি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলেন, “ভাইরাসটি উচ্চ স্তরে ছড়িয়ে পড়েছিল, যার ফলে বিশাল পরিমাণে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ ঘটাতে পেরেছিল।”