করোনা এখনও বড় মহামারি সৃষ্টির ক্ষমতা রাখে: ডব্লিউএইচও

করোনা এখনও বড় মহামারি সৃষ্টির ক্ষমতা রাখে: ডব্লিউএইচও
করোনাভাইরাস এখনও স্থানীয় রোগে পরিণত হওয়া থেকে অনেক দূরে এবং বিশ্বজুড়ে বড় ধরনের মহামারি সৃষ্টি করতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ডব্লিউএইচও’র জরুরি বিষয়ক পরিচালক মাইকেল রায়ান বলেন, “এটা ভাবাও ভুল যে করোনাভাইরাস স্থানীয় হয়ে গেলে সমস্যার শেষ হয়ে যাবে।”

ডব্লিউএইচও’র সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে রায়ান এক লাইভ প্রশ্নোত্তর পর্বে বলেন, “আমি অবশ্যই বিশ্বাস করি না, আমরা এই ভাইরাসের বিষয়ে কোনো স্থানীয় পরিস্থিতির কাছাকাছি পৌঁছাতে পেরেছি।”

তিনি বলেন, “এটি কোনো মৌসুমি প্যাটার্ন বা সংক্রমণ প্যাটার্নে স্থির হয়নি এবং এখনও বেশ গতিশীল অবস্থানে আছে যা বিশাল মহামারি সৃষ্টি করতে সক্ষম।”

যক্ষ্মা এবং ম্যালেরিয়ায় এখনও প্রতি বছর লাখ লাখ মানুষ মারা গেলেও তিনি একে স্থানীয় রোগ হিসেবে উল্লেখ করে বলেন, “কোভিড-১৯ এখনও একটি স্থানীয় রোগ নয়।” “কখনোই মনে করবেন না ‘এন্ডেমিক’-এর মানে মহামারি শেষ হয়ে যাওয়া, এটি হালকা হয়ে যাওয়া বা এটি কোনো সমস্যাই নয়। বিষয়টি মোটেই এমন নয়,” তিনি বলেন।

ডব্লুউএইচও’র কোভিড -১৯ প্রযুক্তি প্রধান মারিয়া ভ্যান কেরখোভ, যিনি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলেন, “ভাইরাসটি উচ্চ স্তরে ছড়িয়ে পড়েছিল, যার ফলে বিশাল পরিমাণে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ ঘটাতে পেরেছিল।”

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া