শুক্রবার (১৫ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটে। উচ্চগতির জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরাকি কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।
পুলিশ সূত্র জানায়, শিয়াদের পবিত্র শহর কারবালা থেকে একটি মিনিবাসে ফিরে আসার সময় মধ্যরাতে ব্যাবিলন প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
ইরাকের সড়ক পরিবহন কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিপরীত দিক থেকে আসা যানবাহনের সঙ্গে মিনিবাসটির সংঘর্ষ হয়। পরে মিনিবাসটিতে আগুন লেগে যায়।
ইরাকের জ্যেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা তারেক ইসমাইল বলেন, ট্রাফিক দুর্ঘটনার সংখ্যা কমছে না। এটি কমানোর জন্য আমরা যুদ্ধ করছি।
সূত্র : এনডিটিভি