পুতিনের হুমকিতে যুদ্ধ নিয়ে নতুন শঙ্কা

পুতিনের হুমকিতে যুদ্ধ নিয়ে নতুন শঙ্কা
কোনো দেশ ইউক্রেন যুদ্ধে হস্তক্ষেপ করলে তাকে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুশিয়ার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার রুশ আইনপ্রণেতাদের এক বৈঠকে পুতিন বলেন, বাইরে থেকে কেউ যদি ইউক্রেনে হস্তক্ষেপ করে তা হলে আমাদের জবাব হবে বিদ্যুৎ গতির।

সেন্ট পিটার্সবার্গের ওই বৈঠকে রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের সব ধরনের উপকরণ আছে। দরকার হলে আমরা তা ব্যবহার করব। জবাব দেওয়ার সব অস্ত্র আমাদের রয়েছে, কেউ ঠেকাতে পারবে না। আমরা এসব অস্ত্র নিয়ে আস্ফালন করছি না।

বিবিসি বলছে, এ বক্তব্যের মাধ্যমে পুতিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের কথাই বলেছেন বলে মনে করা হচ্ছে।

পুতিন জানান, তাদের কাছে এমন অস্ত্র যা বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই। তিনি জানান, এসব অস্ত্র নিয়ে রাশিয়া শুধু গর্ব করবে না। প্রয়োজন হলে সেগুলো ব্যবহারও করবে।

মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছিলেন, যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের আস্ফালনে জড়াবে না। এমন বাগাড়ম্বর খুব বিপজ্জনক ও সহায়ক নয়। পারমাণবিক যুদ্ধে সব পক্ষ হারবে। এর পরই পুতিনের এমন মন্তব্যে নতুন আশঙ্কা তৈরি হয়েছে।

তবে যুদ্ধে যেন রাশিয়াকে ইউক্রেন হারাতে পারে, সে জন্য ইউক্রেনের সহযোগী দেশগুলো অস্ত্র সরবরাহ বাড়িয়েছে।পশ্চিমা কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে।

গত সপ্তাহেই কিয়েভের আশপাশের এলাকা থেকে সেনা প্রত্যাহারের পর রাশিয়া দোনবাস অঞ্চলে ব্যাপক আক্রমণ চালিয়েছে। যদিও কর্মকর্তারা বলছেন, ইউক্রেনীয়দের প্রতিরোধের কারণে রাশিয়ান বাহিনী কঠিন পরিস্থিতিতে পড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া