ইসরাইলের প্রচলিত নীতিমালা অনুযায়ী তিনমাসের জন্য ইসরাইল সফরে ইউক্রেনীয়দের ভিসার প্রয়োজন হয় না।
তবে ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী চলতি বছরের মার্চ মাসে বলেছিলেন, ইসরাইল আরও পাঁচ হাজার শরণার্থীকে ভিসা দেবে যারা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাবর্তনের আইনের অধীনে অভিবাসনের জন্য যোগ্যতা অর্জন করে না।
সাধারণত বাবা-মা বা দাদা-দাদি, নানা-নানি ইহুদি এমন যে কাউকে ইসরাইলের নাগরিকত্ব পাওয়ার অনুমতি দেয়।
তবে রোববার হাইকোর্ট ৫ হাজার কোটার বিরুদ্ধে করা আবেদনের পক্ষে রায় দিয়েছে বলে টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানিয়েছে।
জেলেনস্কি বলেন, তিনি আদালতের সিদ্ধান্তের ‘প্রশংসা’ করছেন। এই সিদ্ধান্তের ফলে ‘ইসরাইল সরকারকে ইউক্রেনের নাগরিকদের প্রবেশের উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা বাতিল করতে বাধ্য করবে’।