এদিন সংসদ সদস্যরা সংসদে দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। ১৫ জুলাই দেশটির সংসদ অধিবেশন বসবে৷
সোমবার এমন তথ্য জানিয়েছেন সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ারদেনা।
প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসর বুধবার ক্ষমতা ছেড়ে দেবেন বলে ঘোষণা দেন। এরপরই নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করলেন স্পিকার৷
এ ব্যাপারে বিবৃতিতে তিনি বলেন, ১৯ জুলাই প্রেসিডেন্ট পদের নমিনেশনগুলো সংসদে উত্থাপন করা হবে। ২০ জুলাই সংসদ নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবে।
বিবৃতিতে তিনি আরও বলেছেন, আজ রাজনৈতিক দলের নেতাদের বৈঠকে সকলে সিদ্ধান্ত নেয় দেশকে এগিয়ে নিতে একটি সর্বদলীয় সরকার গঠন করা অত্যন্ত জরুরী৷