সশরীরে উপস্থিত থাকা যাবে ব্যাংকের পর্ষদ সভায়

সশরীরে উপস্থিত থাকা যাবে ব্যাংকের পর্ষদ সভায়
এবার ব্যাংকগুলোর কর্মকর্তাদের পরিচালনা পর্ষদের সভায় সশরীরে উপস্থিত থাকার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে কম সংখ্যক সদস্য সরাসরি উপস্থিত হয়ে এবং বাকিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্ষদ সভায় অংশ নিতে পারবেন। রোববার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়।

এ সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্যাংকের পর্ষদ এবং পর্ষদের সহায়ক কমিটির সভায় সশরীরে উপস্থিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে অর্থনীতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের মতো ব্যাংকিং কার্যক্রম গতিশীল করার আবশ্যকতা পরিলক্ষিত হচ্ছে। সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ধীরে ধীরে প্রত্যাহার করে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়ে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

এতে আরও বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা পরিপালন করে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে পর্ষদ ও পর্ষদের অন্যান্য সহায়ক কমিটি তথা নির্বাহী, অডিট ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভায় নির্ধারিত সভাস্থলের পরিসর বিবেচনায় যথাসম্ভব কম সংখ্যক সদস্য সরাসরি অংশ নিতে পারবেন। বাকি সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেবেন। অবশ্য ব্যাংক কর্তৃপক্ষ চাইলে নিজস্ব বিবেচনায় সম্পূর্ণভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা করতে পারবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেওয়া পরিচালকরাও যথা নিয়মে সম্মানী পাবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি