অস্কারজয়ী জনপ্রিয় ইরানি সিনেমা ‘দ্য সেলসম্যান’-এর অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে গ্রেফতার করা হয়েছে। দেশ জুড়ে সরকার আন্দোলন সম্পর্কে ‘মিথ্যা ছড়ানোর’ অভিযোগে আলিদুস্তি আটক হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় মিডিয়া। গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) গ্রেফতার হন তিনি। খবর বিবিসি।
সম্প্রতি বিক্ষোভের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেমটি। এ ঘটনার নিন্দা জানিয়ে ইনস্টাগ্রাম পোস্ট করেছিলেন এ সিনেমা অভিনেত্রী। নীরবতার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে অভিযুক্তও করেন তিনি।
ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘দমন এবং দমনকারীদের সমর্থনের সমান আপনার নীরবতা। এই নৃশংসতা যে আন্তর্জাতিক সংস্থাগুলো দেখেও মুখ বুজে রয়েছে, তারা প্রত্যেকে মানবতার নামে লজ্জা।’
এরপর তারানেহ আলিদুস্তির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সরিয়ে দেয়া হয়েছে। তার ইনস্টাগ্রাম ফলোয়ার রয়েছে ৮ কোটি ।
শিল্পমনস্ক পরিবার থেকে আসা আলিদুস্তি ইরানের বিনোদন জগতে জনপ্রিয় মুখ। কম বয়স থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত তিনি। ৩৮ বছর বয়সী অভিনেত্রীর সাম্প্রতিক ছবি ‘লেইলাস ব্রাদার’ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
তারানেহ আলিদুস্তির অন্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে দ্য বিউটিফুল সিটি, ফায়ারওয়ার্কস ওয়েডনেসডে, অ্যাবাউট এলি ও শেহেরজাদ।
ইরানে হিজাব না পরার ‘অপরাধে’ আটক মাশা আমিনি নামের ১৯ বছরের তরুণীর পুলিশ হেফাজতে মৃত্যুর পর থেকেই ক্ষোভে ফুঁসছে দেশটির নাগরিকদের বড় একটি অংশ। ১৯৭৯ সালে বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকে এই আন্দোলনকে ইরানের শাসকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে ভাবা হচ্ছে।