প্লেট ভেঙে নতুন বছর উদযাপন

প্লেট ভেঙে নতুন বছর উদযাপন
পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বব্যাপী পালিত হয় নানা কর্মকাণ্ড। থার্টি ফার্স্ট নাইট ঘিরে পুরো বিশ্ব থাকে উচ্ছ্বসিত। যে যেভাবে পারে তার মতো করেই নতুন বছরকে স্বাগত জানায়। বর্ষবরণের উৎসব বিভিন্ন জাতি-গোত্র ও দেশ ভেদেও ভিন্ন হয়।

যেমন ইকুয়েডরে নববর্ষ উদযাপনে থার্টি ফার্স্ট নাইটে বিশালাকার কাকতাড়ুয়ায় আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে খারাপ স্মৃতি মনে করিয়ে দেয় এমন কোনো পুরোনো ছবিও ওই আগুনে পুড়িয়ে দেন তারা।

নববর্ষ উদযাপনে ডেনমার্কে অব্যবহৃত প্লেটগুলো ফেলে দেয় কিংবা ভেঙে গুড়িয়ে দেয়।

ইতালিতে নতুন বছরকে স্বাগত জানাতে পুরোনো বছরের শেষদিনে জানালার বাইরে পুরোনো সব আসবাবপত্র ফেলে দেন।

আর্জেন্টাইনরা পুরোনো সব নথি ও কাগজপত্র ছিঁড়ে ফেলার পরে জানালা থেকে বাইরে ফেলে দেয় সব কাগজের টুকরোগুলো।

নববর্ষ উদযাপনে জাপানিজরা রাস্তায় ১০৮টি ঘণ্টা বাজান। বৌদ্ধ রীতি অনুসারে, ঘণ্টা বাজালে মানুষের পাপ দূর হয় ও সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়।

অর্থসংবাদ/কেএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ডিএসইতে লেনদেন কমেছে ২৬ শতাংশ
বিনিয়োগকারীদের মূলধন বেড়েছে পাঁচ হাজার কোটি টাকা
শেয়ারবাজারে সূচকে উন্নতি, কমেছে লেনদেন
কিছু টাউট শেয়ারবাজারে অস্থিরতা সৃষ্টি করছে: তথ্যমন্ত্রী
নগদের মাধ্যমে তামিমের পাওনা পরিশোধ করলেন সাকিব
পাইপলাইনে আছে ১৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ
সূচক কমলেও বেড়েছে লেনদেন
লেনদেন ও বাজার মূলধন কমেছে শেয়ারবাজারে
শেয়ারবাজারে লেনদেনের সাথে বেড়েছে মূলধন
লেনদেন কমেছে শেয়ারবাজারে