যেমন ইকুয়েডরে নববর্ষ উদযাপনে থার্টি ফার্স্ট নাইটে বিশালাকার কাকতাড়ুয়ায় আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে খারাপ স্মৃতি মনে করিয়ে দেয় এমন কোনো পুরোনো ছবিও ওই আগুনে পুড়িয়ে দেন তারা।
নববর্ষ উদযাপনে ডেনমার্কে অব্যবহৃত প্লেটগুলো ফেলে দেয় কিংবা ভেঙে গুড়িয়ে দেয়।
ইতালিতে নতুন বছরকে স্বাগত জানাতে পুরোনো বছরের শেষদিনে জানালার বাইরে পুরোনো সব আসবাবপত্র ফেলে দেন।
আর্জেন্টাইনরা পুরোনো সব নথি ও কাগজপত্র ছিঁড়ে ফেলার পরে জানালা থেকে বাইরে ফেলে দেয় সব কাগজের টুকরোগুলো।
নববর্ষ উদযাপনে জাপানিজরা রাস্তায় ১০৮টি ঘণ্টা বাজান। বৌদ্ধ রীতি অনুসারে, ঘণ্টা বাজালে মানুষের পাপ দূর হয় ও সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়।
অর্থসংবাদ/কেএ