প্রথম দিনে দেশের বক্স অফিসে প্রায় ৫৫ কোটি রুপি ব্যবসা করে ‘পাঠান’। ধারণা করা হয়েছিল, দ্বিতীয় দিনে ১০০ কোটি ছুঁয়ে ফেলবে।
কিন্তু প্রত্যাশাকে ছাড়িয়ে দ্বিতীয় দিনে ৭০ কোটি রুপি ব্যবসা করে। এদিন ছিল ভারতজুড়ে প্রজাতন্ত্র দিবসের ছুটি।
সব মিলিয়ে দুদিনে আয় ছাড়িয়েছে ১২৫ কোটি রুপির বেশি। যা অনেক বড় ছবির লাইফটাইমের চেয়েও বেশি।
প্রথমদিনে আন্তর্জাতিক বাজার মিলিয়ে ‘পাঠান’-এর আয় ছিল ১০৭ কোটি রুপি। স্বভাবতই ‘ওয়ার্ড টু মাউথ’-এর কল্যাণে আয় আরো বাড়বে।
মহামারীর পর ‘সূর্যবংশী’ বা ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো হাতে গোনা বলিউড সিনেমা লাভের মুখ দেখে। অন্যদিকে ‘পুষ্পা: দ্য রাইজ’, ‘আরআরআর’, ‘কেজিএফ টু’র মতো দক্ষিণী সিনেমা রীতিমতো তাণ্ডব তৈরি করে। এমনকি ‘কানতারা’র মতো ছোট সিনেমার আয় বলিউডে কাঁপন ধরিয়ে দেয়। বাদশার রাজকীয় প্রত্যাবর্তনে বলিউডের মান বাঁচল এই যাত্রায়।
শাহরুখ ও বলিউডের পরপর ব্যর্থতার মাঝে ‘বেশরম রং’ গান নিয়ে তুমুল বিতর্কে পড়ে ‘পাঠান’। উগ্রপন্থীদের বয়কট গ্যাং সরব হয়ে উঠে। তা সত্ত্বেও ভারতজুড়ে এখন ‘পাঠান’ তথা বলিউডের আরেক দফা জয় হলো।
অর্থসংবাদ/এসএম