দুইদিনে আয় ১২৫ কোটি রুপি, রেকর্ড পাঠানের

দুইদিনে আয় ১২৫ কোটি রুপি, রেকর্ড পাঠানের
চার বছর পর ফিরেই রেকর্ড গড়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। দুই দিনেই তার সিনেমা পাঠান রেকর্ড গড়ে আয় করেছে ১২৫ কোটি রুপির বেশি। এ ছাড়া আন্তর্জাতিক বাজার হিসেব করলে এই আয় ২৫০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। অর্থাৎ, সিনেমাটির মোট বাজারের সমান।

প্রথম দিনে দেশের বক্স অফিসে প্রায় ৫৫ কোটি রুপি ব্যবসা করে ‘পাঠান’। ধারণা করা হয়েছিল, দ্বিতীয় দিনে ১০০ কোটি ছুঁয়ে ফেলবে।

কিন্তু প্রত্যাশাকে ছাড়িয়ে দ্বিতীয় দিনে ৭০ কোটি রুপি ব্যবসা করে। এদিন ছিল ভারতজুড়ে প্রজাতন্ত্র দিবসের ছুটি।

সব মিলিয়ে দুদিনে আয় ছাড়িয়েছে ১২৫ কোটি রুপির বেশি। যা অনেক বড় ছবির লাইফটাইমের চেয়েও বেশি।

প্রথমদিনে আন্তর্জাতিক বাজার মিলিয়ে ‘পাঠান’-এর আয় ছিল ১০৭ কোটি রুপি। স্বভাবতই ‘ওয়ার্ড টু মাউথ’-এর কল্যাণে আয় আরো বাড়বে।

মহামারীর পর ‘সূর্যবংশী’ বা ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো হাতে গোনা বলিউড সিনেমা লাভের মুখ দেখে। অন্যদিকে ‘পুষ্পা: দ্য রাইজ’, ‘আরআরআর’, ‘কেজিএফ টু’র মতো দক্ষিণী সিনেমা রীতিমতো তাণ্ডব তৈরি করে। এমনকি ‘কানতারা’র মতো ছোট সিনেমার আয় বলিউডে কাঁপন ধরিয়ে দেয়। বাদশার রাজকীয় প্রত্যাবর্তনে বলিউডের মান বাঁচল এই যাত্রায়।

শাহরুখ ও বলিউডের পরপর ব্যর্থতার মাঝে ‘বেশরম রং’ গান নিয়ে তুমুল বিতর্কে পড়ে ‘পাঠান’। উগ্রপন্থীদের বয়কট গ্যাং সরব হয়ে উঠে। তা সত্ত্বেও ভারতজুড়ে এখন ‘পাঠান’ তথা বলিউডের আরেক দফা জয় হলো।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার