বলিউডে সম্পদে শীর্ষে শাহরুখ, চতুর্থ হৃত্বিক

বলিউডে সম্পদে শীর্ষে শাহরুখ, চতুর্থ হৃত্বিক
সবসময়ই বিলাসবহুল জীবনযাপন করেন বলিউড তারকারা। তাদের বিলাসবহুল জীবনযাপন দেখে অনেকের মনে জানার আগ্রহ আসে বলিউডের কোন তারকা কত টাকার মালিক? বাস্তবে বলিউড অভিনেতাদের সম্পত্তিও আকাশচুম্বী বলা যায়। অভিনেতা শাহরুখ খান থেকে রণবীর কাপুর, প্রায় সবাইই শত কোটি টাকার মালিক। এর মধ্যে সবচেয়ে এগিয়ে শাহরুখ খান ও ৮ম স্থানে রয়েছেন রণবীর কাপুর।

আসুন একনজরে দেখে নেওয়া যাক ১০ বলিউড অভিনেতাদের মোট সম্পত্তির পরিমাণ-

প্রায় ৭৭০ মিলিয়ন মার্কিন ডলারের মোট সম্পত্তি নিয়ে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। পাশাপাশি তিনি বিশ্বের শীর্ষ ধনী অভিনেতাদের মধ্যে রয়েছেন।

অমিতাভ বচ্চনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। ২০২২ সালে বলিউডের মধ্যে দ্বিতীয় ধনী অভিনেতা ছিলেন তিনি। এরপরে আছে বলিউডের ভাইজান সালমান খান। ২০২২ সালে তার তার মোট সম্পত্তি পৌছেছে প্রায় ৩৬০ মিলিয়ন মার্কিন ডলার।

পিছিয়ে নেই বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশনও। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৭০ মিলিয়ন মার্কিন ডলার। তিনি বলিউডের অন্যতম ধনী অভিনেতা।

এরপরের তালিকায় আছেন অক্ষয় কুমার। আপনারা জানেন অক্ষয় কুমারকে উচ্চ করদাতা হিসেবে অনেকেই চেনেন। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৭০ মিলিয়ন মার্কিন ডলার।

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আমির খান। বলিউডের তার বহু সিনেমা রয়েছে। ধীরে ধীরে নিজের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। সেইসঙ্গে বেড়েছে তার সম্পত্তির পরিমাণ। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৩৫ মিলিয়ন মার্কিন ডলার।

২০২২ সালে ধনী বলিউড অভিনেতাদের তালিকা সপ্তম স্থানে ছিলেন সাইফ আলি খান। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৫০ মিলিয়ন মার্কিন ডলার।

বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। তার অভিনয়ে মুগ্ধ সকলেই। বর্তমানে একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি বিবাহ বন্ধনে আবদ্ধও হয়েছেন। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার।

ধনী বলিউড অভিনেতাদের তালিকায় নবম স্থানে রয়েছেন অজয় দেবগণ। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে