8194460 বিভক্তির ঘোষণায় বাড়লো আলিবাবার শেয়ারদর - OrthosSongbad Archive

বিভক্তির ঘোষণায় বাড়লো আলিবাবার শেয়ারদর

বিভক্তির ঘোষণায় বাড়লো আলিবাবার শেয়ারদর
কোম্পানিকে ৬ ভাগে বিভক্ত করে ফেলার পরিকল্পনা ঘোষণা করেছে চীনা প্রযুক্তি জায়ান্ট আলিবাবা। এ ঘোষণার পর আলিবাবার শেয়ার এক ধাক্কায় বৃদ্ধি পেয়েছে।

প্রতিষ্ঠানটি আরও বলেছে, এই পদক্ষেপের দ্বারা তৈরি ছয়টি ইউনিটের মধ্যে পাঁচটি ইউনিটই স্বাধীনভাবে নতুন তহবিল সংগ্রহ এবং প্রয়োজনে ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের (আইপিও) সুবিধা নিতে পারবে।

এই ঘোষণার পর মঙ্গলবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে আলিবাবার শেয়ার ১৪ শতাংশের বেশি বেড়েছে। আর বুধবার হংকংয়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৩ শতাংশের বেশি।

আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা-কে গত তিন বছরে খুব কমই জনসমক্ষে দেখা গেছে। দীর্ঘ অনুপস্থিতির পর এই সপ্তাহে তিনি চীনে প্রকাশ্যে এসেছেন এমন খবরের পর আলিবাবাকে ভেঙে ৬টি ভাগে বিভক্ত করে ফেলার এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

আলিবাবা বলেছে, কোম্পানিকে বিভক্ত করার সিদ্ধান্তটি তার ২৪ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পুনর্গঠন।

বিভক্ত ভিন্ন ভিন্ন ইউনিটগুলির নিজস্ব প্রধান নির্বাহী এবং পরিচালনা পর্ষদ থাকবে। আলিবাবার মালিকানাধীন অনলাইন খুচরা প্ল্যাটফর্ম ‘তাওবাও মল কমার্স গ্রুপ’ ব্যতীত বাকি সব ইউনিটকে তাদের মূলধন বাড়াতে এবং নিজস্বভাবে স্টক মার্কেট তালিকা খোঁজার অনুমতি দেওয়া হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না