চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় চার ভাগের এক ভাগ হারিয়েছে দেশটি।
সোমবার ভারতের জাতীয় পরিসংখ্যান দফতর জানিয়েছে, ২০২০-২১ অর্থবছরের এপ্রিল-জুন সময়ে ভারতের অর্থনীতি ২৩ দশমিক ৯ শতাংশ হারে সঙ্কুচিত হয়েছে।
গত ৪০ বছরে ভারতে জিডিপির এতটা সংকোচন কখনো হয়নি বলে ডয়চে ভেলে জানিয়েছে।
হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, মহামারীর প্রকোপের আগে গত অর্থবছরের শেষ তিন মাসে (জানুয়ারি থেকে মার্চ) ভারতের জিডিপিতে ৩ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল, যা তার আগের বছরের একই সময়ে ছিল ৫ দশমিক ২ শতাংশ।
কিন্তু অর্থনীতিবিদদের আশঙ্কা, শুধু এপ্রিল থেকে জুন নয়। এর পরেও অর্থনীতির সঙ্কোচন অব্যাহত থাকবে। পরিসংখ্যান বলছে, এই তিন মাসে নতুন লগ্নি ৪৭% কমেছে। ভারতের ইতিহাসে এই প্রথম।
ভারতের সাবেক অর্থমন্ত্রী কংগ্রেস নেতা পি চিদাম্বরম আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন, এর ফলে দেশের জিডিপির চার ভাগের এক ভাগ মুছে গিয়েছে বলা যায়।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগেই বলে রেখেছিলেন, করোনার মতো ‘দৈবদুর্বিপাক’-এ অর্থনীতির সঙ্কোচন হতে পারে।
সোমবার মোদি সরকারের শীর্ষমহল জানিয়েছে, লকডাউনের কারণে যেহেতু অধিকাংশ কল-কারখানা, ব্যবসা-বাণিজ্য বন্ধ ছিল, তাই এই সঙ্কোচন প্রত্যাশিত। আমেরিকা, জাপান বা ব্রিটেনে সঙ্কোচনের হার এর থেকেও বেশি।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া