বিপর্যয়ের মুখে যুক্তরাষ্ট্রের আরো দুই ব্যাংক

বিপর্যয়ের মুখে যুক্তরাষ্ট্রের আরো দুই ব্যাংক
আজ নিউইয়র্ক পুঁজিবাজারে প্যাকওয়েস্ট ব্যাংকের শেয়ারদর ৬০ শতাংশ পতন হয়েছে। বিপর্যয় থেকে কীভাবে রক্ষা করা যায় তা নিয়ে যখন আলোচনা চলছিল তখনি বিপাকে পড়ল যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ব্যাংকটি। একই পরিস্থিতি অপর আঞ্চলিক ব্যাংক ওয়েস্টার্ন অ্যালায়েন্সের। আজ পুঁজিবাজারে ব্যাংকটির শেয়ারদর ৩৮ শতাংশ কমেছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, বিক্রিসহ বিভিন্ন কৌশলগত নীতি গ্রহণের কথা ভাবছে প্যাসিফিক ওয়েস্টার্ন ব্যাংক বা প্যাকওয়েস্ট ব্যাংক। সিএনএন বলছে, ওয়াল স্ট্রিটের পরিভাষায় ‘‌কৌশলগত নীতি অনুসন্ধান’ মানে ‘‌দয়া করে আমাকে সাহায্য করো’। এর আগে একই ধরণের ভাষা প্রয়োগ করেছিল ফার্স্ট রিপাবলিক ব্যাংক। গত সোমবার বিপর্যস্ত ওই ব্যাংকটি কিনে নেয় জেপি মরগান চেজ।

মাত্র ছয় সপ্তাহ আগে প্যাকওয়েস্ট বলছিল, অ্যাটলাস এসপি পার্টনার্স থেকে ১৪০ কোটি ডলারের নগদ অর্থ পেয়েছিল ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসভিত্তিক ব্যাংকটি।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানা গেছে, বিক্রি হতে চাইলেও কেউ প্যাকওয়েস্ট কিনতে আগ্রহী হচ্ছে না। কোম্পানির বিভিন্ন শাখা ভেঙ্গে দিয়ে টিকে থাকার চেষ্টা করছে বলেও জানায় সূত্রটি।

চলতি সপ্তাহের শুরুতে যখন ফার্স্ট রিপাবলিক ব্যাংকের পতন হয় তখন বিনিয়োগকারীরা আশঙ্কা করছিলেন, আরেকটির পতন আসন্ন। মঙ্গলবার ও বুধবার যথাক্রমে ২৮ ও ২ শতাংশ পতনের পর বৃহস্পতিবার শেয়ারদর পতন হয় ৫০ শতাংশেরও বেশি।

গত মার্চে সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক বিপর্যয়ের পর থেকেই যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে অস্থিরতা বিরাজ করছে। এবার ঝুঁকির মুখে প্যাকওয়েস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্স ও মেট্রোপলিটান ব্যাংকের মতো আঞ্চলিক ব্যাংক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না