এর আগে করোনা ভাইরাসের তাণ্ডবে বিশ্ব অর্থনীতি টালমাটাল হয়ে পড়লে কয়েক দফা রেকর্ড ভেঙে গেল জুলাইয়ে এ যাবতকালের দাম বৃদ্ধির রেকর্ড করে মূল্যবান এ ধাতু।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১৯৪০ দশমিক ৪৩ ডলারে। যা শনিবারের চেয়ে এক ডলার কম। এর আগে ৯ সেপ্টেম্বর প্রতি আউন্স স্বর্ণের সবশেষ দাম ছিল ১৯৪৬ দশমিক ৫৬ ডলার। ১০ সেপ্টেম্বর ১৯৪৫ দশমিক ২৩ ডলারে থামে স্বর্ণের লেনদেন। দরপতনের ধারা অব্যাহত থাকে ১১ সেপ্টেম্বরও। আগের দিনের চেয়ে প্রতি আউন্স স্বর্ণ দাম কমে ৩.৭২ ডলার; দিন শেষ হয় ১৯৪১ দশমিক ৫০ ডলারে। ১২ সেপ্টেম্বর আরেক দফা দরপতনে প্রতি আউন্স স্বর্ণের দাম নামে ১৯৩৯ দশমিক ৩৬ ডলারে।
বিশ্ববাজারে স্বর্ণের ধারাবাহিক দরপতনের কারণ হিসেবে আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা ডলারের দুর্বল অবস্থান ও করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের অগ্রগতিকে চিহ্নিত করছেন।
এদিকে গত ৯ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস)। নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৮ টাকা। বুধবার পর্যন্ত এই মানের স্বর্ণের বাজার দর ছিল ৭২ হাজার ২৫৮ টাকা। ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭০ হাজার ৮৫৮ টাকা। একই ভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬২ হাজার ১১০ টাকা। সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫১ হাজার ৭৮৮ টাকা।