স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ৭ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৯২৯ ডলার ৯৯ সেন্ট। ১৭ মার্চের পর এটিই সর্বনিম্ন দাম। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ১ দশমিক ৪ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৯৪১ ডলার ৫০ সেন্ট।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আবারো সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ। নতুন অর্থনৈতিক প্রক্ষেপণে বলা হয়, শক্তিশালী অর্থনীতি ও মূল্যস্ফীতির হার কম রাখতে বছরের শেষ নাগাদ আরো অর্ধশতাংশীয় পয়েন্ট সুদহার বাড়ানো হবে। এ খবরে ডলারের দাম বেড়েছে এবং কমেছে স্বর্ণের।
অন্যদিকে রুপার দাম ২ দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২৩ ডলার ২৬ সেন্টে। প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ কমে ৯৬৩ ডলার ৭২ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৩৬৬ ডলার ৪৪ সেন্টে নেমেছে।
অর্থসংবাদ/এসইউ