স্বর্ণের দাম তিন মাসে সর্বনিম্নে

স্বর্ণের দাম তিন মাসে সর্বনিম্নে
আন্তর্জাতিক বাজারে গতকাল স্বর্ণের দাম কমে তিন মাসের সর্বনিম্নে। ডলারের বিনিময় মূল্য ও ট্রেজারি ইল্ড বেড়ে যাওয়ায় স্বর্ণের বাজারদর নিম্নমুখী প্রবণতা তৈরি হয়। খবর রয়টার্স।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ৭ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৯২৯ ডলার ৯৯ সেন্ট। ১৭ মার্চের পর এটিই সর্বনিম্ন দাম। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ১ দশমিক ৪ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৯৪১ ডলার ৫০ সেন্ট।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আবারো সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ। নতুন অর্থনৈতিক প্রক্ষেপণে বলা হয়, শক্তিশালী অর্থনীতি ও মূল্যস্ফীতির হার কম রাখতে বছরের শেষ নাগাদ আরো অর্ধশতাংশীয় পয়েন্ট সুদহার বাড়ানো হবে। এ খবরে ডলারের দাম বেড়েছে এবং কমেছে স্বর্ণের।

অন্যদিকে রুপার দাম ২ দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২৩ ডলার ২৬ সেন্টে। প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ কমে ৯৬৩ ডলার ৭২ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৩৬৬ ডলার ৪৪ সেন্টে নেমেছে।

অর্থসংবাদ/এসইউ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া