শনিবার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সার্টিফিকেশন কোর্সে উত্তীর্ণ ব্যাংকারদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আহমেদ জামাল।
সমাবর্তন বক্তা অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন ব্যাংকারদের উদ্দেশে বলেন, ‘ব্যাংকাররা এমন একটি সময়ে সার্টিফিকেশন কোর্স সম্পন্ন করেছেন, যখন আমাদের চারপাশের বিশ্ব পরিবর্তনের মুখে।
সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে। ব্যাংকিং কেবল শাখা ও কাগজপত্রের মধ্যে সীমাবদ্ধ নেই, সেই দিন চলে গেছে। আমরা এখন আধুনিক ব্যাংকিং যুগের সাক্ষী, যেখানে ডিজিটালাইজেশন ও উদ্ভাবন আমাদের ব্যাংকিং শিল্পের চালিকা শক্তি হিসেবে কাজ করছে।’
বিআইবিএমের মহাপরিচালক মো. আখতারুজ্জামান বলেন, সার্টিফিকেশন কোর্সগুলো ব্যাংকিং খাতের বিভিন্ন ধরনের ঝুঁকি কমাতে সাহায্য করছে। দক্ষ জনবল ব্যাংকিং খাতের ঝুঁকি কমায়। সার্টিফিকেশন কোর্স সম্পন্নকারী ব্যাংকাররা আগামী দিনে ব্যাংকিং খাতের উন্নয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। এতে বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি অর্জন সহজ হবে। বিশ্ব আর্থিক পরিমণ্ডলে দেশের অবস্থান আরও দৃঢ় হবে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান আহমেদ জামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে সনদ বিতরণ করেন।
সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক মো. জুলকার নাইন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সহযোগী বিআইবিএমের অধ্যাপক ও পরিচালক (প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রোগ্রাম) মো. শিহাব উদ্দিন খান। সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক মো. আখতারুজ্জামান।
বিআইবিএম পরিচালিত ‘সার্টিফাইড এক্সপার্ট ইন ক্রেডিট ম্যানেজমেন্ট (সিইসিএম) ’, ‘সার্টিফাইড এক্সপার্ট ইন ট্রেড সার্ভিসেস (সিইটিএস)’, ‘সার্টিফাইড এক্সপার্ট ইন অ্যান্টি মানি লন্ডারিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্রাইম (সিইএএফ)’, ‘সার্টিফাইড এক্সপার্ট ইন ই-ব্যাংকিং (সিইইবি)’, ‘সার্টিফাইড ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স প্রফেশনাল (সিআইবিএফপি)’, জার্মানির ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট ও বিআইবিএম জয়েন্ট সার্টিফিকেশন প্রোগ্রাম ‘সার্টিফাইড এক্সপার্ট ইন রিস্ক ম্যানেজমেন্ট (সিইআরএম)’ ও ‘মুডি’স বিআইবিএম জয়েন্ট সার্টিফিকেট ইন কমার্শিয়াল ক্রেডিট (সিআইসিসি)’ ‘মুডি’স বিআইবিএম জয়েন্ট সার্টিফিকেট ইন এসএমই ক্রেডিট (সিআইএসএমইসি)’—আটটি কোর্সের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ৪৩৮ জন ব্যাংক কর্মকর্তা অনুষ্ঠানে সনদ গ্রহণ করেন।
বিআইবিএমের পরিচালক (প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন প্রোগ্রাম) মো. শিহাব উদ্দিন খান বলেন, অন্য যেকোনো খাতের মতো ব্যাংকিং খাতও প্রযুক্তিগত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বে আধুনিক ব্যাংকিং বাজারের প্রতিযোগিতা মোকাবিলা করতে এবং গ্রাহকদের আরও উন্নতমানের সেবা দিতে ব্যাংকগুলো ডিজিটালাইজেশনের জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ব্যাংকসহ সব শিল্প এখন নতুন ডিজিটাল বাস্তবতার মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সদ্য সার্টিফিকেশন কোর্স সম্পন্নকারী ব্যাংকাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিআইবিএমে সার্টিফিকেশন কোর্স চালু করার প্রধান উদ্দেশ্য হলো, বাংলাদেশের ব্যাংকিং খাতে কর্মরত ব্যাংকারদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমসাময়িক ব্যাংকিং ব্যবস্থা এবং এ-সম্পর্কিত বৈশ্বিক ভাবনার সঙ্গে তাঁদের পরিচিত করা।
অর্থসংবাদ/এসইউ