বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, পরিমিত সরবরাহের মধ্য দিয়ে জুলাইয়ের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ফলে চিনির দাম বেড়েছে।
আলোচ্য কার্যদিবসে আইসিইতে অপরিশোধিত খাদ্যপণ্যটির দর বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৮২ সেন্ট বা ৩ দশমিক ৭ শতাংশ। প্রতি পাউন্ডের মূল্য স্থির হয়েছে ২২ দশমিক ৮৯ সেন্টে। তবে সপ্তাহে বেঞ্চমার্কটির দরপতন ঘটেছে ৫ শতাংশের ওপরে।
একই কর্মদিবসে আগামী আগস্টে সাদা চিনির দর বেড়েছে ১২ ডলার ৮০ সেন্ট বা ২ দশমিক ১ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম নিষ্পত্তি হয়েছে ৬৩৩ ডলার ৪০ সেন্টে। তবে আলোচিত সপ্তাহে বেঞ্চমার্কটি দর হারিয়েছে ৩ দশমিক ৬ শতাংশ।
প্রায় ৪ লাখ ১২ হাজার মেট্রিক টন চিনি সরবরাহের মধ্য দিয়ে জুলাইয়ের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। আগের সময়ের চেয়ে যা বেশ কম।
ডিলাররা বলছেন, সবশেষ সপ্তাহে অপরিশোধিত চিনির দরপতন ঘটেছে ৫ শতাংশের বেশি। বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এ নিম্নমুখিতা তৈরি হয়েছে।
ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে গবেষণা সংস্থা বিএমআই জানিয়েছে, ব্রাজিলে উৎপাদকদের গড় ফলনে বড় উত্থান ঘটেছে। ফলে দামের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।
দাতাগ্রো জানিয়েছে, ২০২৩/২৪ মৌসুমে ব্রাজিলে আখ মাড়াই বেড়ে ৬০৬ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টনে দাঁড়াবে। আগে যে পূর্বাভাস ছিল ৫৯৮ দশমিক ৫০।
কৃষি পরামর্শক প্রতিষ্ঠানটি বলছে, দেশটিতে বৃষ্টিপাত স্থিতিশীল থাকায় আখ মাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।