বিশ্ববাজারে চিনির ব্যাপক দরপতন

বিশ্ববাজারে চিনির ব্যাপক দরপতন
সাপ্তাহিক ভিত্তিতে আন্তর্জাতিক বাজারে চিনির দাম ব্যাপক কমেছে। এক সপ্তাহে ভোগ্যপণ্যটির দর কমেছে ৫ দশমিক ৩ শতাংশ। তবে দৈনিক ভিত্তিতে আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেড়েছে। শুক্রবার (৩০ জুন) ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) খাদ্যপণ্যটির দর আরেক ধাপ ঊর্ধ্বমুখী হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, পরিমিত সরবরাহের মধ্য দিয়ে জুলাইয়ের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ফলে চিনির দাম বেড়েছে।

আলোচ্য কার্যদিবসে আইসিইতে অপরিশোধিত খাদ্যপণ্যটির দর বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৮২ সেন্ট বা ৩ দশমিক ৭ শতাংশ। প্রতি পাউন্ডের মূল্য স্থির হয়েছে ২২ দশমিক ৮৯ সেন্টে। তবে সপ্তাহে বেঞ্চমার্কটির দরপতন ঘটেছে ৫ শতাংশের ওপরে।

একই কর্মদিবসে আগামী আগস্টে সাদা চিনির দর বেড়েছে ১২ ডলার ৮০ সেন্ট বা ২ দশমিক ১ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম নিষ্পত্তি হয়েছে ৬৩৩ ডলার ৪০ সেন্টে। তবে আলোচিত সপ্তাহে বেঞ্চমার্কটি দর হারিয়েছে ৩ দশমিক ৬ শতাংশ।

প্রায় ৪ লাখ ১২ হাজার মেট্রিক টন চিনি সরবরাহের মধ্য দিয়ে জুলাইয়ের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। আগের সময়ের চেয়ে যা বেশ কম।

ডিলাররা বলছেন, সবশেষ সপ্তাহে অপরিশোধিত চিনির দরপতন ঘটেছে ৫ শতাংশের বেশি। বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এ নিম্নমুখিতা তৈরি হয়েছে।

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে গবেষণা সংস্থা বিএমআই জানিয়েছে, ব্রাজিলে উৎপাদকদের গড় ফলনে বড় উত্থান ঘটেছে। ফলে দামের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।

দাতাগ্রো জানিয়েছে, ২০২৩/২৪ মৌসুমে ব্রাজিলে আখ মাড়াই বেড়ে ৬০৬ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টনে দাঁড়াবে। আগে যে পূর্বাভাস ছিল ৫৯৮ দশমিক ৫০।

কৃষি পরামর্শক প্রতিষ্ঠানটি বলছে, দেশটিতে বৃষ্টিপাত স্থিতিশীল থাকায় আখ মাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া