বিশ্বের সবচেয়ে দামি আটা বিক্রি হচ্ছে করাচিতে!

বিশ্বের সবচেয়ে দামি আটা বিক্রি হচ্ছে করাচিতে!
সম্প্রতি সৌদি আরব এবং আইএমএফ থেকে অর্থ সাহায্য পেয়েছে পাকিস্তান। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে দফায় দফায় বৃদ্ধি করা হয়েছে বেঞ্চমার্ক হার।

তবুও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অগ্নিমূল্য দেশটিতে। বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান আটা কিনছে পাকিস্তানের নাগরিকরা। পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দামি আটা বিক্রি হচ্ছে করাচিতে।

পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিস্টিকসের তথ্যের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই দাবি করেছে, বর্তমানে পাকিস্তানের বাজারে ২০ কেজি আটার দাম ৩২০০ টাকা। অর্থাৎ, কেজি প্রতি ১৬০ টাকা করে আটা কিনতে হচ্ছে করাচির মানুষকে।

ইসলামাবাদে ২০ কেজি আটার দাম একলাফে বেড়েছে ১০৬ টাকা। রাওয়ালপিন্ডিতে তা বেড়েছে ১৩৩ টাকা। শিয়ালকোটে ২০ কেজির আটার বস্তার দাম বেড়েছে ২০০ টাকা।

এদিকে পাকিস্তানের বিভিন্ন খুচরা বাজারে চিনিও প্রতি কেজিতে ১৬০ টাকা করে বিক্রি করা হচ্ছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে।

করাচি, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিতে বর্তমানে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১৫০ টাকা করে। লাহোরে কেজি প্রতি চিনির দাম ১৪৫ টাকা। কোয়েট্টায় এক কেজি চিনির দাম ১৪২ টাকা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া