ভারতে স্বর্ণের চাহিদা নামতে পারে তিন বছরের সর্বনিম্নে

ভারতে স্বর্ণের চাহিদা নামতে পারে তিন বছরের সর্বনিম্নে

চলতি বছর ভারতে স্বর্ণের চাহিদা আগের বছরের তুলনায় ১০ শতাংশ কমতে পারে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) সম্প্রতি এ তথ্য জানিয়েছে। এর মধ্যে দিয়ে মূল্যবান ধাতুটির চাহিদা নামতে যাচ্ছে তিন বছরের সর্বনিম্নে। আকাশচুম্বী দামের কারণে খুচরা পর্যায়ে ধাতুটির কেনাবেচা কমছে। এ কারণেই চাহিদা কমার আশঙ্কা করা হচ্ছে।


ভারত বিশ্বের দ্বিতীয় স্বর্ণ ব্যবহারকারী। দেশটিতে স্বর্ণ কেনাবেচার পরিমাণ কমে যাওয়ার অর্থ হলো আন্তর্জাতিক পর্যায়েও ধাতুটির দাম কমবে। আর স্বর্ণের আমদানি চাহিদা কমলে দেশটির বাণিজ্য ঘাটতি শিথিল হওয়ার পাশাপাশি রুপির বিনিময় মূল্যও কিছুটা শক্তিশালী হতে পারে।


ডব্লিউজিসি সংশ্লিষ্টরা বলেন, স্বর্ণের চাহিদা নিয়ে আমরা বর্তমানে সতর্ক। কারণ স্থানীয় বাজারে দাম বেড়ে যাওয়ার পাশাপাশি ভোক্তারা অতিরিক্ত ব্যয়ের পরিমাণ কমিয়ে দিয়েছেন। এমন বাস্তবতায় দেশটিতে স্বর্ণের চাহিদা ৭০০ টনে নামতে পারে, গত বছর যা ছিল ৭৭৪ দশমিক ১ টন।


ডব্লিউজিসি জানায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ভারতে স্বর্ণের ব্যবহার ৭ শতাংশ কমেছে। ব্যবহারের পরিমাণ দাঁড়িয়েছে ১৫৮ দশমিক ১ টনে। স্থানীয় বাজারে বাড়তি দামের কারণে জুয়েলারি ও বিনিয়োগ খাতে ব্যবহার কমেছে লক্ষণীয় মাত্রায়।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া