স্থায়ীভাবে বসবাসের আবেদন আরও সহজ করছে জাপান

স্থায়ীভাবে বসবাসের আবেদন আরও সহজ করছে জাপান

জাপানে স্থায়ীভাবে বসবাস বা রেসিডেন্স কার্ড নবায়ন আরো সহজ করতে যাচ্ছে দেশটির সরকার। ২০২৫ সালের মধ্যেই অনলাইনে এ সেবাগুলো পাওয়া যাবে।


সরকার এর মধ্যেই এ বিষয়ে পরিকল্পনা প্রকাশ করেছে। জানিয়েছে, অনলাইনে আবেদন শুরু হওয়ার আগ পর্যন্ত জাপানে স্থায়ীভাবে বসবাসের জন্য স্থানীয় অভিবাসন অফিসে আবেদন করতে হবে।


গত রোববার (২০ আগস্ট) নিক্কেই এশিয়া এক প্রতিবেদনে জানায়, প্রকল্পটি বাস্তবায়নে পৌনে ৩ কোটি ডলারের বাজেট প্রস্তাব করা হয়েছে। ২০২৪ সালের এপ্রিলে শুরু হওয়া অর্থবছরের বাজটে এই প্রস্তাব অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে জাপানের অভিবাসন বিষয়ক সংস্থা।


গতকাল সোমবার সংস্থাটি নিশ্চিত করেছে, প্রয়োজনীয় বাজেটের অনুমোদন সাপেক্ষে ২০২৫ সালের মধ্যে পুরো প্রক্রিয়া ডিজিটাল করার পরিকল্পনা বিবেচনা করা হয়েছে। তবে অনুমোদন না হওয়া পর্যন্ত মোট বাজেট নিশ্চিত করা যাবে না।


বর্তমানে যারা জাপানে ১০ বছর বা তার বেশি সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে অবস্থান করছেন স্থায়ী বসবাসের সুবিধা তাদের মধ্যে সীমাবদ্ধ।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া