হংকংয়ে কমেছে আবাসন মূল্য

হংকংয়ে কমেছে আবাসন মূল্য
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে আবাসন মূল্য বা বাড়ির দাম কমে গেছে। টানা তিন মাস সেখানে বিরাজ করছে পতনমুখী অবস্থা। জুনের তুলনায় ব্যক্তিগত বাড়ির দাম জুলাইয়ে কমেছে ১ দশমিক ১ শতাংশ। ক্রমবর্ধমান সুদহার ও দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির কারণে ক্রেতারা তাদের সিদ্ধান্ত বদল করায় প্রভাব পড়েছে খাতটিতে। খবর রয়টার্স।

সরকারি তথ্য বলছে, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাজারগুলোর মধ্যে অন্যতম হংকংয়ের এমন একটি আর্থিক কেন্দ্রে বাড়ির দাম গত মাসেও কমেছে। সংশোধিত বার্তায়, জুনে ১ দশমিক শূন্য ৫ শতাংশ পতনের কথা জানানো হয়েছে। ২০২২ সালের ১৫ শতাংশ পতনের পর চলতি বছরের শুরু দিকে বাড়ির দাম সামান্য বেড়েছিল। তবে সে ধারা অব্যাহত থাকেনি। মে মাস থেকেই নিম্নমুখী প্রবণতায় যেতে শুরু করে।

গত সপ্তাহে প্রধান ডেভেলপার হেন্ডারসন ল্যান্ড আয়ের বিবৃতিতে বলেছে, বছরের দ্বিতীয়ার্ধে প্রপার্টি বাজার বেশ হতাশাজনক কাটবে, যদি সরকার কোনো নতুন ব্যবস্থা চালু না করে। সেকেন্ডারি মার্কেটে এরই মধ্যে আবাসনের দামে নিম্নমুখী ধারা স্পষ্ট হয়েছে। আবাসন খাতকে উজ্জীবিত করতে বিধিনিষেধের জাল তুলে নেয়ার আহ্বান জানিয়েছে খাতসংশ্লিষ্টরা।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া